আমাদের কথা খুঁজে নিন

   

না পড়লে কিযে মিস করবেন............!!!!!!!!!!!

আমি এক ভবঘুরে; ঘুরি এ জগত জুড়ে সুপ্রিয় পাঠক অবশেষে আমাদের “মুক্তবাংলা” সাহিত্যপত্রের ২৩ তম সংখ্যা প্রকাশিত হল, ১৫ ডিসেম্বর, ২০১১। ইসলামী বিশ্ববিদ্যালয় সর্বত্র সাহিত্যপত্রটি পাওয়া যাছে। তাছাড়া নিচের লিংক Click This Link থেকে আপনারা মুক্তবাংলা নামিয়ে নিয়ে পড়তে পারেন। • মুক্তবাংলা “মুক্তবাংলা সাহিত্যসভা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বাংলাদেশ” কর্তৃক প্রকাশিত একটি নিয়মিত সাহিত্যপত্র। • সাহিত্যের আলোয় নিজেকে উদ্ভাসিত করার সুদৃঢ় প্রত্যয়ে উদ্দীপ্ত হয়ে “জীবনের সত্য ও নন্দন তত্ত্ব এই নিয়ে আমাদের শিল্প-সাহিত্য” শ্লোগানকে সামনে রেখে ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে এ সংগঠনটি সাফল্যের নবম বর্ষে উত্তীর্ণ।

• “মুক্তবাংলা সাহিত্যসভা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বাংলাদেশ” একটি ইসলামী বিশ্ববিদ্যালয় ভিত্তিক সম্পূর্ণ সেচ্চাসেবামুলক, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত যে কেউ এর সদস্য ও পৃষ্ঠপোষক হতে পারেন। • ২০ টাকা মূল্যমানের ‘সদস্য ফর্ম’ পূরণ করে এর সদস্য হওয়া যায় এবং সদস্যদেরকে মাসিক ২০ টাকা হারে সদস্য ফি প্রদান করতে হয়। • সদস্যদেরকে মুক্তবাংলা বিনামূল্যে বিতরণ করা হয়। প্রতি মাসের ১ ও ১৫ তারিখ মুক্তবাংলার সদস্যদের নিয়ে একটি সাধারণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যদের লেখা সংগ্রহ করা হয়। মুক্তবাংলা সংক্রান্ত যে কোন সংবাদ সদস্যদেরকে ফোন ও ইমেইলের মাধ্যমে জানানো হয় । • মানসম্মত যে কোন ছড়া, কবিতা, ছোট গল্প, রম্যরচনা ও প্রবন্ধ মুক্তবাংলায় ছাপানো হয়। • লেখা জমা দেওয়ার জন্য কম্পিউটারে কম্পোজ করে পেনড্রাইভে অথবা মুক্তবাংলার ঠিকানায় ইমেইলে পাঠাতে হবে। • একান্তই কম্পিউটারে কম্পোজ করতে না পারলে A4 সাইজের কাগজের এক পাশে যথেষ্ট মার্জিন রেখে স্পষ্ট হাতের লেখায় লেখা পাঠানো যেতে পারে।

• লেখার শেষে অবশ্যই লেখকের পূর্ণ নাম, বিভাগ, শিক্ষাবর্ষ ও ফোন নম্বর দিতে হবে। একসাথে তিনটি লেখা দিলে আমাদের জন্য সুবিধা হয়। নাম-ঠিকানাবিহীন অথবা টুকরো কাগজে কোন লেখা গ্রহণ করা হবে না। • অনলাইনেও আপনারা মুক্তবাংলা পড়তে ও ডাউনলোড করতে পারেন এবং সাথে সাথে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আমাদের ঠিকানা http://www.muktobanglaiu.blogspot.com তাছাড়া এটি পড়ে ভাল লাগলে অনুগ্রহপূর্বক আমাদের ফেইসবুক পেজ http://www.facebook.com/muktobanglaiu তে গিয়ে লাইক করতে পারেন।

• আগামী মুক্তবাংলা প্রকাশিত হবে ২১ ফেব্রুয়ারি, ২০১২। আর আপনার সুন্দর লেখাটি আজই পাঠিয়ে দিন আমাদের কাছে আগামী সংখ্যার জন্য। • এ ছাড়া মুক্তবাংলা সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায়। আমরা কান পেতে থাকলাম আপনার ডাকের অপেক্ষায়।  তালীম ইনামুর রহমান ইংরেজি, ২০০৬-২০০৭ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ফেসবুক: http://www.facebook.com/enamur ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।