আমাদের কথা খুঁজে নিন

   

ডায়াং বুলেট ১০০ সিসি মোটর সাইকেল

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই গত কোরবানী ঈদের সপ্তাহ খানেক আগে একটি মোটর সাইকেল কিনেছি ডায়াং বুলেট ১০০ সিসি । পুর্বের বাইকটিও ছিলো ডায়াং ৫০ সিসি। গাড়ী কেনার পুর্বে অনেকেই চাইনিজ বাইক কিনতে নিষেধ করেছিলো কিন্তু কিনতে বাধ্য হয়েছি পকেটে টাকা না থাকার কারনে। আগের বাইকটি বিক্রি করেছিলাম ৪০ হাজার টাকা দিয়ে। বাকি টাকা লোন করে ৮৯০০০ টাকা দিয়ে বাইক কিনলাম সাথে ১৮৬০০ টাকা লাগলো বাইকের কাগজ করতে।

সব মিলিয়ে ১ লাখ ৭ হাজার ৬ শত টাকা লেগেছে। বাইকের ব্যাসিক ইনফো পাবেন এখানে http://www.runnerbd.com/ral/Bullet.php?t1=10 গাড়ীটি বেশ লম্বা এবং চওড়া। ওজনে প্রায় ১২০ কেজি। সেল্ফ স্টার্ট, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর,হাইড্রলিক ব্রেক রয়েছে। গাড়িটির কন্টোল অসাধারন।

অল্প সময়ের মধ্যেই ৮০ কিমি স্পীড তোলা যায় আবার কমানো যায়। টানা রাস্তায় স্মুথ চলে এবং গ্রামের রাস্তায় বেশ আরাম, অনেক কম ঝাকুনি লাগে। শহরে রিক্সার ভীড়ে চালানো খুব কষ্ট। পেছনের সীট অনেক উচুতে বলে পেছনে বসতে কষ্ট হয়, কিন্তু সুবিধা হলো চালকের মাথার উপর দিয়েই সামনে দেখা যায়। ।

যারা স্বল্প বাজেটে লং রুটে চলার জন্য গাড়ী কিন্তে চান তারা এইটার কথা ভাবতে পারেন কিন্ত শহরের মধ্যে আরাম কম। আমার কাছে মনে হয়েছে তেল অনেক বেশি খায়। টোটাল গেটাপ এ মনে হবে ১২৫-১৫০ সিসির গাড়ী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.