আমাদের কথা খুঁজে নিন

   

বাড়িভাড়া সমস্য নিরসনে ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

বাসা ভাড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে চট্টগ্রামে ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । উল্লেখ্য গত ৯ ডিসেম্বর অযৌক্তিক বাসা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড এলাকায় কর্মরত নিম্ন আয়ের সাধারণ মানুষ হঠাৎ বিমান বন্দর সড়ক অবরোধ করলে বন্দর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় । সাধারণ শ্রমিকরা প্রায় ৬ ঘন্টা বিমান বন্দর সড়ক অবরোধ করে ফ্রি পোর্ট এলাকায় সমাবেশ করে । সমাবেশে তারা বছরে ২/৩ বার অযৌক্তিকভাবে বাসা ভাড়া বাড়ানোর প্রতিবাদে বাড়ি মালিকদের বিরুদ্ধে প্রতিবাদ জানায় । তাদের অন্যতম দাবী ছিল বাড়ি ভাড়া পরিশোধ এর রশিদ দেওয়া ।

ঐ ঘটনায় প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয় । এরপর আজ শ্রমিকরা ইপিজেড গেটে মহাসমাবেশের ডাক দেয় । কিন্তু প্রশাসনের ব্যাপক প্রস্থুতির কারণে শ্রমিকরা ঐ সমাবেশ করতে পারেনি । শ্রমিকদের ইন্ধন দেওয়ার অভিযোগে পুলিশ ৪ জন বহিরাগতকে গ্রেফতারও করে । সরজমিনে দেখা যায় অত্র এলাকায় অযৌক্তিকভাবে অনেক বাড়ি মালিকই ভাড়া বৃদ্ধি করেছে ।

এই সমস্যা নিরসনে এমপি আব্দুল লতিফ আব্দুল লতিফকে আহবায়ক করে ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । এই কমিটিতে ৩১ জন শ্রমিক প্রতিনিধি সংযুক্ত করা হয়েছে, এছাড়া বাড়ি মালিক পক্ষের ১৬ জনকে কমিটিতে সংযুক্ত করা হয়েছে । এই কমিটিকে ৬ জন উপদেষ্টা সাহাজ্য-সহযোগিতা করবেন। উপদেষ্টারা হলেন ডাঃ মোঃ আফসারুল আমিন(মন্রি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়), এম মঞ্জুর আলম,(মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন),এবিএম মহিউদ্দিন চৌধুরী (সাবেক মেয়র),আমির খসরু মাহমুদ চৌধুরী (সভাপতি মহানগর বিএনপি), মোরশেদ মুরাদ ইব্রাহিম (সভাপতি চিটাগাং চেম্বার এন্ড কমার্স), আ জ ম নাছির উদ্দিন (সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগ) . কমিটি আজ বিকাল ৩ টায় চিটাগাং চেম্বার এন্ড কমার্সে সাধারণ সভার আয়োজন করেছে । পরবর্তিতে আরো কয়েকটী সাবকমিটি গঠন করবে,এই সাব কমিটি এলাকা ভিত্তিক বাসা ভাড়া বৃদ্ধি বিষয়ক অনুযোগ লিপিবদ্ধ করে সমস্যা সমাধানে উদ্যোগি হবে ।

ধারণা করা হচ্ছে এক কমিটি কার্যকর হলে বাসা ভাড়া সংক্রান্ত অনেক সমস্যাই নিরসন করা সম্ভব হবে । এমপি আব্দুল লতিফের এই উদ্যেগকে অনেক সুধীজন স্বাগত জানিয়েছে,তারা জানান এই পদক্ষেপ নাগরিক সমস্যা সমাধানে গুরতবপূর্ণ ভূমিকা রাখবে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।