আমাদের কথা খুঁজে নিন

   

গুপ্ত হত্যা নাকি বুদ্ধিজীবি হত্যা

লেখা লেখি সহজ কথা নয়। অনেকবার চেষ্টা করেছি কিন্তু যতবারই চেষ্টা করেছি ততবারই ফেল মেরেছি। কিন্তু হাল ছাড়িনি। এই ব্লগ ফোরামে এসে সাইন ইন করতে এসে প্রথমেই একটা ধাক্কা খেলাম সেটা হল আমি যে আই ডি নিয়ে নেট এ ঘোরা ফেরা করি সেই আই ডি টা অলরেডি টেকেন বাই সামওয়ান এ কদিন ধরেই দেখছি আশে পাশের এবং মোটামুটি ভাবে সমাজে পরিচিত মুক্ত মনা লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবিদের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্য হচ্ছে। নিজেকে বড় অসহায় মনে হয়। অভিভাবকহীন মনে হয়। যারা চলে যাচ্ছেন তাদের জায়গায় নতুন কেউ উঠে আসছে না কেন? নাকি উঠে আসার মত কেউ নেই। তাহলে কি হবে ? যে চেতনায় মুক্তিযুদ্ধ হয়েছিল যে চেতনায় স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছিল তা কি অস্তগামী? ইদানিং আবার যুক্ত হয়েছে গুপ্ত হত্যা তাও আবার গলা কেটে ষ্টাইল টা যেন ১৯৭১ কে মনে করিয়ে দেয়। সরকারে যেই ভুতগুলো ঢুকেছে এখন কোন ওঝা তাড়াবে? বিজয়ের মাসে এই দেশের মানুষের প্রতি রইল অনেক ভালবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।