আমাদের কথা খুঁজে নিন

   

অতি গুপ্ত কথা



শোনেন শোনেন শোনেন দিয়া মন। আহা শোনেন দিয়া মন। প্রথম শোনেন বট বৃক্ষের অতি গুপ্ত কথা প্যাঁচা আর প্যাঁচানী শুধু জানে সে বারতা আহা অতি গুপ্ত কথা। বট বৃক্ষের তলে একদিন ফুটিল জোছছনা রাএির নয়,অন্ধকার নয়,দিনের মুছছনা আহা ফুটিল জোছছনা। কালো কেজে বিজলি খেলে চক্ষে ঝড়ে পানি... কার ঘরনী কার বা কইন্যা কিছুই জানি না আহা চক্ষে ঝড়ে পানি। একা একা কে আসিল কে তুমি ললনা কে তোমাকে দুঃখ দিলো কে করে ছলনা আহা কে তুমি ললনা? আহা অতি গুপ্ত কথা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।