আমাদের কথা খুঁজে নিন

   

জুঁই, রফিক এবং আমরা স্বামীরা!

সপ্ন দেখে লিপি বেগম হাউমাউ করে কেঁদে উঠলেন, পাশে ঘুমানো স্বামী গভীর ঘুম থেকে লাফিয়ে উঠলেন। কি হয়েছে লিপি তোমার? কি সপ্ন দেখেছো, লিপি বেগম কিছুটা শান্ত হয়ে বললেন রাতের সপ্ন রাতে বলতে নেই সকালে বলবো। ফজরের নামাজ শেষ করে মেয়ের ঘরে ঢুকলেন মেয়েটা ঘুমাচ্ছে মজা করে। এইতো কিছুদিন হলো এইচ এস সি পাশ করেছে মেয়েটা। পড়া লেখার চাপে শুকিয়ে গিয়েছিলো ইদানিং অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে।

ঘটক আর পাত্রের গার্জিয়ানদের জোরাজুরিতে নাভিশ্বাস উঠেছে আমাদের। মেয়েটার অনেক ইচ্ছা পড়ালেখা করার। আমিও চাই আমার মেয়ে পড়ালেখা করুক, সমাজে প্রতিষ্ঠিত হউক। কিন্তু আজ কি সপ্ন দেখলাম প্রতিদিন যে ছেলেটা কলেজে আসতে যেতে ঘুরঘুর করে সে এসিড মেরেছে! না না হতে পারে না। আমিতো সপ্ন দেখেছি।

লিপি বেগম মেয়ের গায়ে স্পর্শ করে আর্শিবাদ করলেন। মেয়েকে নিয়ে ভাবনাটা ইদানিং বেড়ে যাচ্ছে, এতোদিন পাশেই স্কুল কলেজ ছিলো কিন্তু বিশ্ববিদ্যালয়তো জেলা শহরে আসতে যেতে অনেক সমস্যা! কিভাবে যাবে আসবে উফফ। আশে পাশের কিটগুলোর নজর থেকে ওকি পারবে নিজেকে রক্ষা করতে। হঠাৎ একদিন মেয়ের বাবা এক পাত্রের সন্ধান নিয়ে এলো, ঢাকায় ভালো চাকুরী করে ভালো বংশের ছেলে সুখেই থাকবে তার মেয়ে। লিপি বেগমের মাথায় চোখ উঠে গেলো যে মানুষটা মেয়ের বিয়ের কথা শুনলে তেলেবেগুনে জ্বলে উঠতো সেই কিনা! অতপর বিয়ে হয়ে গেলো মেয়ের....।

জামাই মেয়ে সুখেই আছে। জামাই মেয়ের জন্য ঢাকাতে নামকরা বিশ্ববিদ্যালয়ের ফরম কিনেছে, সকাল, সন্ধ্যা ভর্তি গাইড, মূলবই, সম্প্রতীক বিশ্ব সর্ম্পকে টিচিং দিচ্ছে। মেয়ের জামাইয়ের এমন সব কাজে লিপি বেগম আজ খুশি, তার মুখের কোনে হাসিটা যেনো লেগেই আছে। অঃট পাষন্ড, অশিক্ষিত স্বামী রফিক পড়ালেখা করার দায়ে দাড়ালো চাপাতি দিয়ে হাতের আঙ্গুল কেটে দেয় স্ত্রী জুঁই'র। এহেন কর্মকান্ডে আমরা যারা স্বামী তারা সত্যিই লজ্জিত! উৎসর্গঃ আমার বউ যাকে পড়ালেখার জন্য ব্যপক চাপের মুখে রেখেছি, ওর সপ্ন যেনো পূরণ হয় দোয়া রাখবেন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.