আমাদের কথা খুঁজে নিন

   

শিঊলির বিয়েতে অনেক শুভেচ্ছা

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** ধানমন্ডিতে অবস্থিত আন্তর্জাতিক মানের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে মাষ্টারস করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। গ্রুপ স্টাডি করাটা সাধারনত আমাদের রাতের বেলায়ই করা হয়। সবাই অফিস করে আসে, আমি রাত ৮ টার মধ্যে বাসায় আসার চেষ্টা করি। এত রাতে রিক্সা করে আসতে বেশ ভয়ই লাগে। সেদিনও বেশ দুরু দুরু বুকে রিক্সা করলাম, == কত ? ==৪০ টাকা ২৫ টাকায় রাজী হয় না।

৩০ টাকায় রিক্সা ভাড়া শেষে রফা হল। ভয়ে ভয়ে রিক্সা চড়ে বাসার দিকে আসছি, প্রতিদিনের মত আল্লাহ,আল্লাহ কালেমায়ে শাহাদাত " আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু অআন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি " "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহি" বলে আসছি । সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক যা মনে পড়ে তাই পড়তে পড়তে আসি আল্লাহ মান ইজ্জ্বত মত বাসায় পৌছাইয়ো...। অবশেষে বাসায় পৌছাইলাম। রিক্সা আলাকে ভাড়া দিচ্ছি, হঠাৎ সে বলে উঠল, “আপা কালকে আমার বোনের বিয়ে, যদি কিছু দিতেন, “ এইসব কিছু রিক্সা আলারা বানিয়ে মিথ্যে কথা বলে টাকা নেয়, কিন্তু কি মনে করে আমি ১০০ টাকা দিয়ে দিলাম।

মনে হচ্ছিল, সে সত্য কথা বলছে। আরো বলল “ আমি সবাইকে বলিনি, |ধানমন্ডির এক আপাকে বললাম আর আপনাকে বললাম। ” আমার বোনের জন্য দোয়া করবেন, “খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছি। “ আমি আগ্রহী হলাম, শুধালাম ”কি নাম আপনার বোনের? ” অশ্রু নয়নে বলল ”শিঊলি। ” আরো শুধালাম “কি করে ছেলে মানে যার সাথে বিয়ে দিচ্ছেন ? ” ওপাশ থেকে উত্তর আসল “ওরা দুজনেই গার্মেন্টেস এ চাকুরী করে।

” আমি বললাম “আচ্ছা আমি দোয়া করব শিঊলির জন্য। ” কিন্তু উনি অশ্রু নয়নে খুব দ্রুত রিক্সা ঘুরিয়ে চলে গেলেন । আমার ১০০ টাকার জন্য শিঊলি, তোমার বিয়ে আটকে থাকত না। তবুও ওটা না হয় তোমার বিয়ের উপহারই রইল । আজকে শিঊলির বিয়ে।

এখন তুমি বধূ সেজে বসে আছো তোমার প্রিয়র সাথে। তোমার এক পরিপূর্ন মিষ্টি জীবনের জন্য দোয়া করছি । সাংসারিক সুখ সাচ্ছন্দ্য সবসময়ই ঘিরে থাকুক । ভালো থাকো ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.