আমাদের কথা খুঁজে নিন

   

"কারন আমারে কামড়ায়" এই ৩টি শব্দ বলার জন্য ২০ মিনিট রমনা থানায় চক্কর কাটতে হলো এবং ১০০০ উপদেশ মাগনা পাইলাম (সচেতনতা মূলক পোস্ট)

লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কংবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। আজ ১৪ ডিসেম্বর, বুধবার, ২০১১, ৩০ অগ্রহায়ণ ১৪১৮, ১৮ মহররম ১৪৩৩, বেলা ১১.৫-৭ ঘটিকার সময় আমার ঘনিষ্ট বন্ধু রায়হান আমাকে কল দিয়া কইল ...... রায়হান - "দোস্ত তুই কই"? - বাসায় রায়হান - "হালার পো আইজ আমার বৌ আসব দেখা করতে, তুই ভিকারুনেসসার পারকিং এর সামনে আয় তোরে জরুরী দরকার" - দোস্তো আমি আসুম না, শরীর ভাল্লাগতাসেনা (ক্লান্ত কণ্ঠে) রায়হান - "ও ও ও তাহলে বাদ দে" -জরুরী দরকার টা কি? কও? রায়হান - না দোস্তো আমার বঊ আজ তার ২ ফ্রেন্ডকে লইয়া আসবো কইসিলো তাই ভাব্লাম তরে কই, তর লগে পরিচয় করায়া দেই" - সমস্যা নাই আমি আসতেছি (উত্তেজিত ভাবে) আমি সময়ের পূর্বেই ভিকারুন্নেসার কার পারকিং এর সামনে এসে বন্ধুকে ফোন দিলাম - ওই জলদি আয় আমি তর বাসার নিচে। ও কইলো "তুই দোকানে বয় চা- বিড়ি খা, আমার জন্যও একটা বিড়ি জ্বালা আমি আসতেসি" ৩-২ মিনিট পর ও আইলো , একটা সিডির ব্যাগ দিয়া কইলো ধর "এগুলা রাতে সালমানরে দিস আমি ২ দিনের জন্য বাড়িতে যাই ", আমি কইলাম আর তোর বৌ??? হে হে হে আসব না আমি তরে আনানোর জন্য এট্টু মিছা কইলাম আর কি ( ) আমি কইলাম মনে রাখিস,। - ও দাঁত বাইর কইরা কইলো মাইন্ড করিস না দোস্তো । ।

দে বিড়ি দে। আমি বিকট কণ্ঠে কইলাম - চোখের সামনে থেকে যা, তোরে বিড়ি দিমু না এই বলে ২টা বিড়িই এক সাথে টানতে থাকলাম, এর ভিতর এক মধ্যবয়স্ক পুলিশ (আমি ভাবসি সার্জেন্ট) আইসা কয় -"২ টা সিগারে্ট এক সাথে খান কেনো ?? " -আমি কইলাম সমস্যা কি? উনি কইলো না জানতে চাচ্ছি... -আমি দাঁত মুখ খিচিয়ে কইলাম আরো বিকট কণ্ঠে কইলাম "কারন আমারে কামড়ায়"। জানতাম না জীবনের বড় ভুলগুলার একটা করসি , উনি জানাইলেন উনি রমনা থানার ভারপ্রাপ্ত ওসি। বললেন একটু আসেন এর পরবর্তী ২০ মিনিট আমি থানায় বসে যা শুনলাম তা হল------ - আমারে দেখতে ভরদ লাগে আমি চরম বেয়াদপ - ভদ্রতা জানি না -২ বার ঠিকানা লিখতে দিলো -শ্রদ্ধা কিভাবে শিখানো হবে আমাকে তা বলা হলো -বাসায় ফোন করে গার্জিয়ানকে দাকানোর প্লান করলো - এরপর বল্লো কই পড়?? আমি কইলাম - ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর বললেন আপনাকে আমরা গ্রেফতার ও করি নাই কোনো কারনেও ডাকিনাই, যা কথা বলসি বড় ভাই হিসাবে ,আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছিলাম। এরপর চা খাওয়াইয়া।

। বিদায় ### মোরাল ### --২টা বিড়ি এক সাথে খাবেন না, যদি খানও খাওয়ার তাইলে কথা বলবেন না, এরপরও যদি পুলশ ধরে বলবেন আমি ছাত্র। বাকীটা আল্লাহ ভরসা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।