আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ খোকার অপেক্ষায় ঃঃঃ kHoKaR OpEkKhAy ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ তখনও ভালো করে সূর্যের আলো ফোঁটেনি খোলা জানালায় শীতল হাওয়ার লুকোচুরি গানের পাখীরা স্তব্ধ, করুন সুরে কোথাও সুর ভাসে নির্লিপ্ত চেয়ে থাকা, খোলা জানালায়। কখন আসবে ফিরে প্রাণের খোকা? চোখটা বেঁধে কালো কাপড়ে নিয়ে গিয়েছিল তারা ফিরিয়ে দেবে বলে। তাই পথ চেয়ে থাকা, খোলা জানালায় এইতো আসবে ফিরে, বুকে জড়িয়ে নেবে চার আঁখি জুড়ে বইবে কত্ত অশ্রু ধারা। শুধু চেয়ে থাকা, খোলা জানালায় প্রাণের, খোকার অপেক্ষায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।