আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের কিছু রাজনৈতিক ব্যাক্তির যে সফটওয়্যারগুলো ইনস্টল করা দরকার বলে আমি মনে করি

কত তারা আকাশে... কম্পিউটারকে কাস্টমাইজ করার জন্য আমরা কতধরণের সফটওয়্যার না ব্যবহার করে থাকি। আচ্ছা যদি এমন হতো আমাদের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যেও তাদের কাজকর্মের ধরণ দেখে সফটওয়্যার ইনস্টল করা যেতো। তো দেখা যাক কি হয়: সৈয়দ আবুল হোসেন যেই কথার কোনো শেষ নেই সেই কথা হচ্ছে রূপকথা। আর আবুলের দৌড় যেনো সেই চীনের রূপকথাকেও হার মানিয়েছ। দৌড়ে ফার্স্ট হয়ে পুরষ্কার হিসেবে মন্ত্রীত্ব লাভ করে এক বিশাল ইতিহাস রচনা করেছেন।

যদিও ইনার দৌড়ে সফলতার কারণ আজো জানা যায় নি। তিনি তার কাজকর্মের মধ্যে দিয়ে তার আবুল নাম টা যে যথার্থ তা প্রমাণ করেছেন। পদ্মা সেতু নির্মাণে ব্যর্থ হওয়ার তার আবুলতার এক মহান নিদর্শন। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন বিটিআরসিতে । এখানেও যেনো উনাকে কোনো ব্যর্থতা নামক ভাইরাস না ধরতে পারে এজন্য উনাকে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ ইনস্টল করার সাজেশন দেয়া যেতে পারে।

খালেদা জিয়া:"আমি তোর ছলনায় ভুলবোনা" শিরোনামের এই গানটির রচিয়তা তার এই গানটি উতসর্গ করতে পারতেন ইনাকে। একাধিক তারিখে জন্মগ্রহণ করার বিশাল গৌরব অর্জন শুধুমাএ তিনিই করিয়াছেন। দূর্ভাগ্যক্রমে গিনেস বুকওয়ালাদের সাথে লভিং না থাকায় এখনো গিনেস বুকে এখনো উনার নাম আসে নাই। যায় হোক যেহেতু উনার জন্মদিন তারিখ অনেক তাই বার্থডে রিমাইন্ডার সফটওয়্যার টি খুব প্রয়োজন বলে মনে হয়। তারেক রহমান:বাপ-মার দেয়া নাম বদলাইয়া জনগণ ইনার নাম দিয়েছেন মি.১০%।

যার সুখ্যাতি তিনার আসল নামকেও ছড়িয়া গিয়াছে। দূর্নীতির মূর্ত প্রতীক। হালায় ব্লগিং করতে জানলে "দূর্নীতি কত প্রকার ও কি কি সবিস্তারে বর্ণনা " নামক একখানা পোস্ট বাঙ্গালী জাতি পাইতো সিওর(আমাদের ভাগ্য আসলেই খারাপ)। সবার সাথে দূর্নীতি করিলেও ভাগ্য কিন্তু উনার সাথে দূর্নীতি করে নাই কারণ পিঠের মেরুদন্ড ঠিক হয়েছে কিনা এখনো জানা যাই নাই। তই আমার মনে হয়, সামনেবার ক্ষমতায় আসিলে উনার দূর্নীতি আরো বাড়িতে পারে তাই উনার হিসাব নিকাশ এর জন্য শক্তিশালী ক্যালকুলেটর ইনস্টল করা দরকার।

মতিউর রহমান নিজামী: শ্লার বুইড়া ভাম। এক পা এখনো কবরে। তাও উনার দুনিয়াবী খায়েশ মেটে নাই। ছোটোবেলায় শুনসিলাম, মানুষ শেষ বয়সে একটু আল্লাহ-বিল্লাহ করে। কিন্তু নিজামী এমনই এক চিজ যিনি সেই ৭১ থেকে শুরু করে এখন পর্যন্ত লাইগ্যা আছেন বাংলাদেশ কে পাকিস্তান বানানোর জন্য।

তাই উনাকে মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়ার জন্য মৃত্যু নির্দেশক সফটওয়ার দরকার সাকা চৌধুরী: ইনার কথাবার্তা শুনলেই মনে হয়, জন্মের পর উনার মুখে মধু দেওয়া হয় নাই। প্রত্যেকটা শিশুর জন্মের পরপরই যে মুখের লাইসেন্স করিয়া লওয়া উচিত এইটা বাঙ্গালী তার কাছ থাইকা শিক্ষা লইতে পারে। এই ব্যক্তি নাকি একবার বলিয়াছিলেন," বঙ্গবন্ধু এতো স্বপ্ন দেখতেন যে মনে হয় তার স্বপ্ন দোষ আছিল" । আমি বলি আরে ব্যাটা তোর কি কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই। তাই তার মুখ বন্ধ করে রাখার জন্য ফোল্ডার লক সফটওয়ার ইনস্টল করা দরকার।

শেখ হাসিনা: ইনি জীবনে এতো বাবা বাবা করিয়াছেন যে মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে মা বলতে কোনো কথা নেই। পারলে তো গোটা বাংলাদেশকে নিজের বাবার নামে ঢাকিয়া দেন। ১ টাকা থেকে শুরু কইরা এমন কোনো টাকা বাংলাদেশে পাওয়াই কঠিন যেখানে উনার বাবার ছবি নাই। আর যাই হোক উনি দেশের প্রধানমন্ত্রী তাই দেশ যেনো ভালো মতো পরিচালনা করতে পারে উনার জনই টিমভিউয়ার ইনস্টল করা খুব দরকার। যাতে সকল মন্ত্রী-মিনিস্টার কে চোখে চোখে রাখতে পারেন।

হোসেইন মুহম্মদ এরশাদ:ব্লগীয় ভাষায় লুল পজিটিভ। সমালোচনার দিক থেকে তার ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবনকেও ছাড়িয়ে গেছে। কিন্তু এতো সমালোচনার পরও তার লুলামিতে কোনো যায় আসে নি। তাই তার জন্য মাই ক্যারেক্টার কনভার্টার সফটওয়্যার ইনস্টল করা দরকার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.