আমাদের কথা খুঁজে নিন

   

যদি ঈশর সর্বশক্তিমান হন তাহলে কি তিনি সব কিছু করতে পারেন? লেটস সলবস ওমনিপটেন্স প্যারাডক্স ।

দিন দূরে নয় আমার আত্মা উড়বে সেই দিন উধ্বাকাশে অনেক কিছু জানব সেদিন যা জানিনা এই নিবাসে। সর্বপ্রথম বলে রাখি ওমনিপটেন্স প্যারাডক্স কি? ঈশ্বর কি এমন একটি পাথর সৃষ্টি করতে পারেন যা তিনি নিজেও সরাতে পারেন না? যদি তিনি পারেন তাহলে তিনি সর্বশক্তিমান না। যদি তিনি না পারেন তাহলেও তিনি সর্বশক্তিমান না। সর্বশক্তি অতি-মূল্যায়ন। ইমাম আত- তাকাউই ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে একটি উক্তি করেছেন।

'' তিনি সর্বশক্তিমান, সব কিছু তাঁর উপর নির্ভর করে ও প্রত্যাকটা ব্যাপারই তাঁর জন্য অনায়াসি। বিশেষ করে আপনি নাস্তিকদের কাছ থেকে একটা সচরাচর কথা শুনবেন তারা বলে ঠিক এইরকম কিছু কথাঃ'' সর্বশক্তিমান{অসীম ক্ষমতার অধিকারী} ঈশ্বর কি এমন একটি পাথর সৃষ্টি করতে পারেন যা তিনি নিজেও সরাতে পারেন না?'' সর্বশক্তিমান{অসীম ক্ষমতা} ঈশ্বর কি এমন একটি কবিতা রচনা করতে পারেন যা তিনি নিজেও পড়ে শেষ করতে পারেন না''? এই সব প্রশ্নের উত্তররের কি পয়েন্ট হল সেই জিনিসটাকে হাইলাইট করা যা হল সর্বশক্তিমান{অসীম ক্ষমতার অধিকারী} কে ভুল অর্থে ব্যবহার করা হয়েছে সর্ব ক্ষমতাশালী(All powerfull)। সর্বশক্তিমান বা অসীম ক্ষমতার অধিকারী শব্দটি আসলে ইঙ্গিত করে সকল ব্যাপার বা বিষয় কে বাস্তবে পরিনত করার ক্ষমতা। এতএব ঈশ্বর সমর্থ হবেন '' একটি পাথর সৃষ্টি করতে যা তিনি নিজেও সরাতে পারেন না'' আসলে তা এমন এক ব্যাপার বা বিষয় বর্ণনা করে যা অসম্ভব ও অর্থহীন। যেমন ধরুন আমরা যদি বলি একটি সাদা কালো গরু, একটি বৃত্তাকার ট্রাইএঙ্গেল,এ্যাম্ফিবিয়ান ম্যামল।

কিছু স্টেটম্যান্ট বর্ণনা করে মোটেই কিছুই না এবং কোনও ইনফরমেটিভ মূল্য নেই ,তারা হল অর্থহীন । অতএব আমাদের কেন উচিৎ হবে এমন কিছু প্রশ্নের উত্তর দিতে যার কোন অর্থই নেই? প্রশ্নটি স্পষ্টভাবে করতে বা রাখতে যা অদেও কোন প্রশ্ন নয়। এই প্রশ্নের অন্য একটি উত্তরের খোঁজেঃ ঈশ্বর হলেন সর্ব ক্ষমতাশালী{সর্বশক্তিমান} এর অর্থ এই যে তিনি সবসময় তাঁর যা করতে ইচ্ছা হয় তা তিনি করতে সমর্থ হবেন। যেহেতু উপরের সেস্টম্যান্ট এ বলা হয়েছে যে ''প্রত্যাকটা ব্যাপারই তাঁর জন্য অনায়াসি'' । এতএব অসীম ক্ষমতাশালী/ সর্বশক্তিমত্তা ও ব্যর্থতার অসম্ভবতায় অন্তর্ভুক্ত।

প্রশ্নকারী যেভাবেই বলছে যে যেহেতু ঈশ্বর সর্ব ক্ষমতাশালী তিনি যে কোন জিনিস করতে পারেন ব্যর্থতাসহ!!!! আর এটা বিচারশক্তিহীন ও অযৌক্তিক যেহেতু আপাত দৃষ্টিতে এটা বলছে যে একজন সর্বশক্তিমান/ সর্ব ক্ষমতাশালী সত্তা কখনো একজন সর্বশক্তিমান/ সর্ব ক্ষমতাশালী হতে পারে না। অবশেষে ঈশ্বর একটি পাথর সৃষ্টি করতে পারেন যা খুবিই ভারী যা আমাদের কল্পনার বাইরে। কিন্তু তিনি ঐ পাথরটি সবসময় সরাতে পারবেন যা অবশ্যই বুঝায় যে ব্যর্থতা সর্বশক্তিমানের একটি দৃষ্টিভঙ্গি নয়। চলুন অন্য একটি সমাধানের গভীরে চলে যাইঃ যদি একটি পাথর সৃষ্টি হয় যা নিজেই একটি অসীম সত্তা দ্বারা সরতে পারে না তাহলে অবশ্যই সেই পাথরটি অসীম । কিন্তু আমাদের যদি একটি অসীম সত্তা ও অসীম পাথর থাকে ।

তাহলে আমাদের দুইটি অসীম সত্তা আছে যা লজিকালই অসম্ভব। ইনফিনিটি অসীমতা{যার কোন সীমা নাই} এবং আমরা বুঝি যে ঈশ্বর তাঁর ''ল অফ লজিক'' কে ভঙ্গন করবেন না অতপর আমরা এইও বুঝি যে ঈশ্বর এমন একটি পাথর সৃষ্টি করবেন না যা তিনি নিজেই সরাতে পারবেন না। মজার বিষয়টা ঠিক এইরকম তা হল; একজন অসীম সত্তা আর একজন অসীম সত্তা কে সৃষ্টি করে। যা অসম্ভব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।