আমাদের কথা খুঁজে নিন

   

আহেন চিল্লায়া ফাডাই ফেলি

গান শুধু গান !!! যখন প্রচন্ড মন খারাপ থাকে তখন গান শুনি। না ধির লয়ের গান না। আমি বেশিরভাগ এই সময়ে শুনি Linkin Park এর গান। পুরো সাউন্ড দিয়ে হেডফোনে শুনি আর মাথা দুলায়। কিছুক্ষন পর দেখি মন খারাপ ধুলোয় মিশে গেছে।

এজন্য এ ব্যান্ড দলটির ধন্যবাদ প্রাপ্য আমার তরফ থেকে। Linkin Park একটি এমেরিকান রক ব্যান্ড ১৯৯৬ সালে প্রতিষ্টিত হয়েছিলে হাইস্কুলের তিন বন্ধুর মাধ্যমে। এদের প্রথম এলব্যামের নাম ছিলো হাইব্রিড থিওরি(২০০০), ৪.৮ মিলিওন বিক্রি হয়ে যা ছিলো ২০০১ সালের বেস্ট সেলিং এলব্যাম। জিতে নিয়েছিলো অসংখ্য পুরষ্কার সেইসাথে লক্ষ্য মানুষের হৃদয়। এই এলব্যামের কিছু গান এখনো মানুষের মুখে মুখে।

অফিসিয়াল সাইট সহ বিভিন্ন যায়গায় অসংখ্য তথ্য পাওয়া যাবে এই ব্যান্ড দলের। আমার মন খারাপ থাকলে যেসব গান বেশি শুনি, In The End Pushing Me Away Breaking The Habit One Step Closer What I've Done Numb Some Where I Belong I'm tired of being what you want me to be. গান শুনলে মন ভালো থাকে। গান শুনুন মন ভালো রাখুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.