আমাদের কথা খুঁজে নিন

   

সবতো তারাই বলে--২

বিদেশী দখলদারদের তাড়ানোর জন্য ১৯৭১ সালে আমাদের যোদ্ধারা মুক্তি যোদ্ধা হলেও আফগান আর ইরাকের যোদ্ধারা ঠিক মুক্তিযোদ্ধা হতে পারেননি। তারা সন্ত্রাসী রয়ে গেলেন। আমাদের জাতীয় নেতারা দিনে নারীর উন্নয়ন নীতি মালা বিরুধীতা কারীদের মন্ডুপাত করলেও রাতে কিন্তু তারাই ইডেন কলেজে ছাত্রীদের নারী নেত্রীর দ্বারা এনে মজমস্তি করেন। দিনের আলোর মতো সত্য কথা হল গ্রাম্য সালিসকে নারী বিরুদ্ধে ফতোয়া আর দোররা মারা হচ্ছে বলে চালিয়ে দিতে পারলে এখন পযর্ন্ত কোন নারী নির্যাতন কারী শাস্তি দিতে পেরেছে বলে আমি শুনিনি। যার উদাহারন পরিমল।

বউ স্বামীর টাকায় কানাডা গিয়ে চুটিয়ে প্রেম করলেও সে ধোয়া তুলসি পাতা। আর প্রতিবাদে যদি স্বামী কিছু বলেন তাই নারী নির্যাতন। উদাহারন: হাসান সাঈদ। আমাদের দেশ ভারত দ্বারা হাজার বার ধর্ষিত হলেও আমাদের নেতারা বলেন আদর করছে। আমাদের দেশের নাস্তিক ভাইদের কথা শুনে মনে হয় দেশটা তাদের বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া।

ইফার ডিজি যে ভাবে বক্তৃতা দিয়ে যাচ্ছেন মনে হয়ে তিনি অচিরেই বলে বসবেন হযরত মুহাম্মদ (স) নাস্তিক ছিলেন। (নাউযুবিল্লাহ) আমাদের নেতারা সব সময় তাদের ভাল টা বলেন কিন্তু খারাপ টা দেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.