আমাদের কথা খুঁজে নিন

   

মোহাম্মদপুর থানার ওসি পদের দাম উঠেছে ৫০ লাখ টাকা

মোহাম্মদপুর থানার ওসি পদের দাম উঠেছে ৫০ লাখ টাকা। এ অর্থ দিয়েই এখানে বদলি হতে লবিং করছেন কমপক্ষে ১০ জন ইন্সপেক্টর। এদের মধ্যে রয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশে ক্লোজডকৃত সাবেক ডিএমপি’র ৩ ইন্সপেক্টর, ২ জন কোর্ট ইন্সপেক্টর এবং বর্তমানে ডিএমপি’র ৫ জন ওসি। লবিং দৌড়ে থাকা ইন্সপেক্টরদের কাছে মোহাম্মদপুর হলো একটি লাভজনক থানা। পুলিশ বিভাগে কথিত আছে, এ থানায় সৌভাগ্যবানরাই ওসি হিসেবে যেতে পারেন।

মোহাম্মদপুর থানার ২ ওসির একজন ওসি (তদন্ত) পদটি পূর্ণ থাকলেও ওসি (অপারেশন) পদটি ১ বছর ধরে শূন্য। বর্তমানে ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন ইন্সপেক্টর মাহমুদুল ইসলাম। তিনি গত বছর সেপ্টেম্বরে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়েছেন। সমপ্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ৫৫৩ জন এসআই-কে পদোন্নতি দেয় মাহমুদুল ইসলাম তাদেরই একজন। এসআই থেকে পদোন্নতি প্রাপ্তদের বিভিন্ন থানায় ওসি তদন্ত হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।

তবে তাদের ওসি অপারেশন হিসেবে কোথাও দায়িত্ব দেয়া হচ্ছে না। মোহাম্মদপুর থানার সর্বশেষ ওসি অপারেশন হিসেবে দায়িত্ব পালন করেন মইনুল আবসার। তিনি এখন ফেনীর ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার পর মোহাম্মদপুর থানায় রহস্যজনক কারণে ওসি অপারেশন হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। বিভিন্ন থানার ওসিরা মোহাম্মদপুর থানায় ওসি অপারেশন হিসেবে যেতে চাইলেও তাদের সেখানে নিয়োগ দেয়া হচ্ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.