আমাদের কথা খুঁজে নিন

   

আজমাইনঃ আমার ভাগিনা

I am Bangladesh supporter আমার সাথে ছোট বাচ্চারা খেলতে পছন্দ করে। ২০০৫ সালে ১ই জুন আমার জীবনের এক অনন্য দিন। এইদিন এক রাজপুত্রের জন্ম হয়। ওর নাম আজমাইন। ও আমার মামাতো ভাইয়ের ছেলে।

ও আমাকে চাচা ডাকার কথা । কিন্তু সে আমাকে মামা বলে ডাকে। আমাদের মামা-ভাগিনার সম্পর্ক শুধু রক্তের নয়, আত্মার। ও যখন আমাকে অতি মামা বলে তখন আমার যা ভাল লাগে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ছোট ছোট বাচ্চাদের মজার মজার ঘটনা জন্ম দেয়।

ঘটনা এক আজমইন আমার আম্মাকে বুবু বলে ডাকে। আজমইনের দাদু আম্মার মেজ ভাই। সব ভাই-বোনদের রেষারেষি থাকে। যদি আজমইনের কাছে ওর দাদু আম্মার কোন বদনাম করে, এইটুকু বাচ্চা প্রতিবাদ করবে। ঘটনা দুই আজমইন আমার আব্বাকে দুলাভাই বলত।

একদিন আজমইন আমাদের বাসায় এল। বলল,“তোমাদের বাসায় টি ভি কয়টা?” বললাম,“ একটা। ” বলল,“ আমাদের তিনটা। ” বললাম,“তোমরা কয়জন। ” বলল,“সাতজন।

” বললাম,“সাতজনের জন্য তিনটা টি ভি ঠিক আছে। ” বলল,“তোমরা তো চারজন। ” বললাম,“আমরা তো তিনজন। ” বলল,“কেন দুলাভাই আছে না?” বললাম,“তোমার দুলাভাইতো মারা গেছে। ” ও করুন ভাবে তাকিয়ে রইল।

ওর বিশ্বাস হয় না ওর দুলাভাই মারা গেছে। যে দুলাভাই ওর জন্য একটা আস্ত তেলাপিয়া মাছ ভেঁজে নিয়ে যেত, সে যে আজ অন্যজগতের বাসিন্দা কে ওকে বুঝাবে?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.