আমাদের কথা খুঁজে নিন

   

হুররে আমি সেফ!!!!

সেফ হওয়াতে সামু থেকে মৃত্যুঞ্জয়ের ইনটারভিউ নিতে চলে আসল এক রিপোর্টার। রিপোর্টারঃ আপনার এখন কেমন লাগছে? মৃত্যুঞ্জয়ঃ সেফ লাগছে। রিপোর্টারঃ আপনি কি করেন? মৃত্যুঞ্জয়ঃ ব্লগিং করি। রিপোর্টারঃ আচ্ছা আপনার লাইফ স্টাইল নিয়ে কথা বলা যাক। মৃত্যুঞ্জয়ঃ জী আবশ্যই।

রিপোর্টারঃ রাজনীতি করেন? মৃত্যুঞ্জয়ঃ জী না রিপোর্টারঃ কাউ কে সাপোর্ট করেন? মৃত্যুঞ্জয়ঃ করতে পারি........................ রিপোর্টারঃ বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? মৃত্যুঞ্জয়ঃ দুই সতিনের ঘর, কেউ কাউকে সহ্য করতে পারে না। রিপোর্টারঃ স্বামী টা কে? মৃত্যুঞ্জয়ঃ দেশ রিপোর্টারঃ দুই সতীন কি করছে? মৃত্যুঞ্জয়ঃ স্বামীর মানিব্যাগ খালি করছে রিপোর্টারঃ তাহলে ছেলে মেয়ে? মৃত্যুঞ্জয়ঃ দেশের মানুষ রিপোর্টারঃ উপায়? মৃত্যুঞ্জয়ঃ ছেলে-মেয়েরা শক্ত হলে মা বাবাও ঠিক হয়ে যায়। রিপোর্টারঃ আচ্ছা রাজনীতি নিয়ে অনেক গল্প করলাম। রিপোর্টারঃ খেলা সম্পর্কে বলুন মৃত্যুঞ্জয়ঃ যে কোন খেলা সম্পর্কে আমি বিশেষজ্ঞ (বিশেষ ভাবে অজ্ঞ)। রিপোর্টারঃ কি খেতে পছন্দ করেন? মৃত্যুঞ্জয়ঃ চুমু খেতে? রিপোর্টারঃ সঙ্গে আর কিছু থাকে (ব্যঞ্জন)? মৃত্যুঞ্জয়ঃ চড়, মার।

রিপোর্টারঃ তাহলে তো ভালই খাচ্ছেন? মৃত্যুঞ্জয়ঃ কোথায়, ব্যঞ্জন দিয়েই শুধু খাওয়া সারতে হয়। রিপোর্টারঃ পত্রিকা পরেন? মৃত্যুঞ্জয়ঃ মাঝে মাঝে। রিপোর্টারঃ রিসেন্ট যে শেয়ার বাজার নিয়ে আলোচনা হচ্ছে তা নিয়ে কিছু বলবেন? মৃত্যুঞ্জয়ঃ পাগলা ঘোড়ার পিঠে বসে ছিল, লাগাম ছুটে গেছে। রিপোর্টারঃ টিপাই বাধ, উড়াল সেতু, ঢাকা সিটি কর্পোরেশন ভাগ.................. মৃত্যুঞ্জয়ঃ থাক থাক আর কিছু বলবেননা, কথা বললেই আমি “বিচারের বিরুদ্ধে” বলবে। রাজনীতি বাদ।

নেক্সট.................. রিপোর্টারঃ কি করতে ভালো লাগে? মৃত্যুঞ্জয়ঃ ঘুমাতে ভালো লাগে। রিপোর্টারঃ বিয়ে করেছেন? মৃত্যুঞ্জয়ঃ নচিকেতা বলেছেন বিবাহিত মানে মৃত। রিপোর্টারঃ কি ধরনের গান পছন্দ করেন? মৃত্যুঞ্জয়ঃ বাংলা, ইংরেজি, হিন্দি। রিপোর্টারঃ নির্দিষ্ট কেও আছে? গায়ক, গায়িকা মৃত্যুঞ্জয়ঃ না, তেমন কেও নাই। রিপোর্টারঃ বাংলাদেশের ফিল্ম নিয়ে কিছু বলবেন? মৃত্যুঞ্জয়ঃ স্ক্রু ঢিলা আছে টাইট দিলে ছবির কাহিনী তৈরি হবে।

রিপোর্টারঃ ভারতীয় ছবি বাংলাদেশে চলবে এ ব্যাপারে আপনার মত? মৃত্যুঞ্জয়ঃ যে কোন একজন মার খাবে। রিপোর্টারঃ প্রিয় কোন লাইন? মৃত্যুঞ্জয়ঃ “দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার” রিপোর্টারঃ আপনি কি কোন কিছুতে এক্সপার্ট? মৃত্যুঞ্জয়ঃ মানুষ কে বিরক্ত করতে। রিপোর্টারঃ মানে? রিপোর্টারঃ আমার বন্ধুরা যখন মনে করে কাউকে বিরক্ত করতে হবে তখন আমার মৃত্যুঞ্জয়ঃ শরণাপন্ন হয়, আমি তাদেরকে সাহায্য করি। রিপোর্টারঃ আপনি বা কেও আপনাকে পছন্দ করেছে, এরকম কি হয়েছে? মৃত্যুঞ্জয়ঃ হয়েছে, প্যাঁচালের ঠেলায় চইলা গেছে। রিপোর্টারঃ ভালোবাসা, প্রেম নিয়ে আপনার মত কি? মৃত্যুঞ্জয়ঃ আমি সবাইকে ভালোবাসি রিপোর্টারঃ মানে? মৃত্যুঞ্জয়ঃ মানে ভালোবাসা আমার মন কে অনেক বড় করে দিয়েছে, ভালোবাসার ব্যাপারে আমি স্বার্থপর হতে পারছিনা।

একজন কে কিভাবে ভালোবাসি বলেন? রিপোর্টারঃ আমরা অনেক ভালো ভালো কথা শুনছি আপনার কাছ থেকে, আপনি বিরক্ত হচ্ছেন নাতো? মৃত্যুঞ্জয়ঃ আপনি লেখাটা পোস্ট করেন, উত্তর পেয়ে যাবেন। । বিঃ দ্রঃ শুধুই ফান, অন্য কিছু নয়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।