আমাদের কথা খুঁজে নিন

   

টিপাই মুখবাঁধ

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে টি পাইমুখ বাঁধে হেলিকপ্টারে দেশের নেতা ওড়েন আহলাদে উড়তে উড়তে ঘুড়তে ঘুড়তে দেশের টাকা পুড়তে পুড়তে নেতার দেহে নেতার মনে গজিয়ে ওঠে ডানা আমরা সবায় পুলকিত আহাম্মকের ছানা আহাম্মকের ছানা দেশের সকল মিয়া বিবি সন্ধ্যা হলেই খুব আয়েশে দেখতে থাকেন টিভি টিভি মানেই যাদুর খেলা সকাল দুপুর রাত্রিবেলা নেতা এবং নেতার চেলার চোখ জুড়ানো হাসি বলেন-আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নেতার মুখে ভালোবাসা শুনতে যে ভয় লাগে তাদের তো সব ভালোবাসা পরিবারের ভাগে কারো পিতা কারো স্বামী কারো পূত্র আরো দামি রইবো পড়ে তুমি আমি আহাম্মকের ছানা রাম গরুরের ছানার মত হাসতে কিন্তু মানা আমরা হাসবো নানা নানা আমরা হাসবো নানা নানা হাসিটাতো আপনা আপনি থাকবেনারে ভাই বুকের ভেতর শঙ্কা শুধু টিপাই টিপাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।