আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর দেয়া পুরষ্কার...জীবনে দেয়া এবং পাওয়া প্রথম চিরকুট

জীবনে যা দেখেছি, যা শিখেছি যা শিখছি তাই সবার সাথে শেয়ার করার অপপ্রচেষ্টা……সাথে বানানো কিছু গল্প। চিরকুট টি লিখে দিলাম নিচে ....। । । ।

বন্ধুত্ব জিনিষটা আমি কমই বুঝি। রাগ হলে সবাইকেই গালিদেই। তবে তাদের কখন নিজের থেকে আলাদা করে দেখিনি। বন্ধু বলতে আমি বুঝি আমাকেই... আমি চাই আমার বন্ধুরা আমাকে বলুক আমার এটা ভূল, সেটা ভুল, আমি কাজটা থিক করেছি কি করিনি। তবে হ্যা আমার এই ছোট জীবনে বন্ধুদের কাছ থেকে পেয়েছি অনেক বেশি...।

আমি যা না তারা আমাকে সে আসনে বসিয়েছে এমন বন্ধু আমার অনক। একটা ঘটনা মনে পরে গেল। আমি তখন ১ম বর্ষে, মেসে থাকতাম। আমার এক বন্ধু আমার ক্যাম্পাসে আসছে একটা কাজে। আমাকে আগে জানায়নি।

ঘটনাক্রমে আমি সে দিনে বাড়ি যাওয়ার টিকিট কেটে রেখেছি। যখন সে আমাকে জানিয়েছে আমি তখন রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছি। বাড়িতে আমার জরুরি কোন কাজ ছিল না, তার পরেও আমি চলে গেলাম। সে আসছে থাকতে পারছিনা, একটু খারাপও লাগছিল। তারপরেও চলে গেলাম।

তাকে কল দিয়ে বলব আমি চলে যাচ্ছি, চাবি রেখে যাচ্ছি, এমন সময় আমার সেট গেল বন্ধ হয়ে। নাম্বারও মনে নেই। সে যাতে আমার রুমে থাকতে পারে তাই চাবি টা পাশের রুমের ছেলে কে দিয়ে বলে গেলাম। সে আসলে দিতে। আর আমার দরজায় একটা কাগজ লাগিয়ে লিখে গেলাম “পাশের রুমে চাবি আছে,মোবাঃ০১০০০০”।

আর রুমের টেবিলে একটা কাগজ়ে লিখে রাখলাম হাসিব, দোস্ত কিছু মনে করিস না, আমি আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম। রেকের মধ্যে জায়নামাজ আছে। বেডের নিচে বক্সের মধ্যে বিস্কিট আছে। অমানুষ আমি এটা লিখে রেখে পগার পাড়। মনে মনে ভাবলাম সামনে বার দেখা হলে নিশ্চয় আচ্ছা মত দিবে...।

। পরে বাডি থেকে ফিরলাম। রুম এসে রুম পরিষ্কার করে টেবিলে বসেছি দেখি, একটা কাগজ কলমদানি দিয়ে চাপানো আছে। হাতে নিয়ে দেখি আমার লেখা চিরকুট। ফেলে দিব এমন সময় খেয়াল করলাম, আমার লেখার নিচে আরোও কিছু লেখা আছে।

সরাসরি লিখাটা ...। । Omanush, , Not many persons in the world can see the greatest friend in their own eyes. I am lucky that i got you near to me .Thank you my friend. Best of luck. May we can keep our friendship forever. Yours Abdullah Al Hashib আমি বুঝলাম না এটা কি হল? নিজেরে বার বার জিজ্ঞাসা করলাম এটা কি করলো। উল্লেখ্য তার সাথে আমার তখন সামনাসামনি কথাই হয়েছে মোটে ৪ বার। সে এটা কি করলো? আমার তখন মনে হচ্ছিল আমার সেদিন থাকাটা উচিত ছিল।

এখনও মনে হয় আমার ফ্রেন্ডরা আমারে অনেক ভালবাসে কিন্তু আমি তার মূল্য দেয় অনেক কম! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।