আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর সাথে



বন্ধু তখন ঢাকায় , একটা সময় আমার ফ্রেন্ড বা তার ফ্রেন্ড চট্রগ্রাম বা ঢাকায় আসা যাওয়া করত >>> তখন তাদের মাধ্যমে চিঠি আদান প্রদান করতাম আর তা না হলে বাংলাদেশ ডাকবিভাগ তো আছেই । এভাবে আমাদের যোগাযোগ হত , এত দূরে থাকলেও আমাদের বন্ধুত্ব সামান্যতম কমেনি বরং বেড়েছে অনেক , সময় পেলে তার কিছু চিঠি আপনাদের সাথে শেয়ার করব । এরপর এল মোবাইল , আমরা নিলাম ,এরপর তারা নিল মোবাইলেই এরপর যোগাযোগ হত এবং এখনোও হয় । এভাবে একবার ইন্টারনিশিপ এ ঢাকায় যাই >> অফ আমার বন্ধু , কতদিন পর দেখা , তবে আমার বন্ধুর আনেক চেনজ হয়েছে । চেনজ তো হতেই হবে ঢাকায় থাকে না ??? তবে আবার এই একই কথা আমার বন্ধু র ও আমার বন্ধুত্বের কোন ক্ষতি হয় নি । তার সাথে সারা রাত গল্প , বিভিন্ন বিষয়ে শেয়ার >>>>>>> এরপর কদিন পর আবার আমার চট্রগ্রামে ফিরে আসা ............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।