আমাদের কথা খুঁজে নিন

   

এক দিন পরীক্ষায়

আমি বাংলার ছেলে আমি ছাত্র হিসেবে একটু আলসে প্রকৃতির। পরীক্ষার রুটিন দেখা হয়ে উঠতনা প্রায়শ। এরকমই একবার রুটিন না দেখেই ছাত্রদের কাছ থেকে জেনে জেনে পরীক্ষা দিচ্ছিলাম। কিন্তু একদিন জিগ্গেস করতে মনে ছিলনা। তখন মনে মনে ভাবলাম যে, দুদিন আগে শুনেছি উর্দু তেছরী(উর্দুর একটি বই) পরীক্ষা হবে।

তো খুব ভাল ভাবে প্রস্তুতি নিলাম। পরীক্ষার দিন হলে গেলাম। প্রশ্ন পত্র হাতে পেলাম। কিন্তু একি!এ দেখি বাংলা প্রম্ন। ভাবলাম বোধহয় ভুল করে এই প্রশ্ন দিয়েছে ।

কিন্তু কোই কেউ তো অভিযোগ করছেনা। তবে কি শুধু আমাকেই এটা দিয়েছে। না আমাকে ভুল করে দেয়নি । আমিই বরং ভুলটা করেছি। পরীক্ষা আজকে বাংলাই।

রাগে-দুঃখে মাথার চুল ছিড়তে ইচ্ছে করল। ........................ ............কি আর করা কোন মতে পরীক্ষা দিলাম। তবে ফেল করিনি। তাই বলে কিন্তু আমার অভ্যাস পাল্টায়নি। এখনও আমি আলসেই আছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।