আমাদের কথা খুঁজে নিন

   

গুপ্তকথা বলুন গোপন ভাষায়

মোরা বড় হতে চাই আজ আমি আপনাদের একটা ভাষা শিখামু যেটা দ্বারা আপনি নিজের গোপন কথা অন্যের সাথে বলতে পারবেন। যখন যেখানে খুশি,কোন টেকা ছাড়া!! যাই হোক ফালতু প্যাচাল না করে সোজা করে বলে দেই.এই পোষ্টটা খুবই সংকিপ্ত। এই ভাষাটা সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এই ভাষাটার নাম হচ্ছে উল্টা ভাষা!! ভাবছেন এইটা কোন ভাষা? জার্মানী,আমেরিকান,না চাইনিজ!! এইটার আবিষ্কারই বা কে করছে? একচুয়ালী আমি নিজেও জানি না ! তবে কেউ একজন তো আবিষ্কার করছে এবং তার মাধ্যমে এটা এখানে আসছে.. যাই হোক,কেমনে বলবেন এই ভাষা! একদম সিম্পল! উল্টা বলতে এখানে অক্করকে উল্টা বুজানো হয়েছে.যেমন আপনি যদি বলতে চান ‘চেয়ার’ সেখানে আপনি বলবেন ‘রয়াচে’! যদি বলতে চান ‘জামাই’ তাইলে বলবেন ‘ইমাজা’। হেহে..কী সুন্দর সিস্টেম.. এখন আমি আমাদের ক্লাসের একটা কাহিনী বলি।

আমাদের একটা মেয়ের নাম ইভা। সে যখন আসে তখন সবাই খালি চেচায় আসছে রে..... ভাই আসছে! আমি কিন্তু উল্টা ভাষা জানি বাট ওইসময় মাইন্ডে আসে নাই.কারন ওরা বলে ‘ভাই’ আসছে,এখন এটা কি কেউ উল্টা পড়ার কথা ভাববে??‌একদিন আমি জিগ্গেস করলাম,এই তোরা যে শুধু চেচাস ‘ভাই’ আসছে এইটা কে রেএএএ???(নতুন কোন কেডার নাকি) তখন ও বলল যে এটা ইভা. যাই হোক এখন আবার বলি। যেমন ধরুন আপনি বলতে চান আপনার বন্ধুকে ‘গতকাল মারিয়া কি টাইট একটা জিন্স পরে এসেছিল! উফ্ফ্!!’ এখন আপনার পাশেই আপনার একটা বড় ভাই বা সিনিয়র আছেন। তখন আপনি এটা উল্টা করে বলবেন ‘লকাতগ য়ারিমা কি টইটা টাকএ জিন্স রেপ লছিসেএ’’উফফ..সিনিয়র কেন সিনিয়রের ১৪ গোষ্ঠী কি কইতে পারব কী কইছেন? আবার আপনি যদি মনে করেন এইটা কঠিন তাইলে অর্ধেক উল্টা করে বলবেন .মানে মেইন জায়গা গুলো উল্টা করে বলবেন যেমন ‘গতকাল য়ারিমা কি টইটা একটা জিন্স রেপ এসেছিল’.আপনি বিশ্বাস করতে পারবেন না এই ভাবে কথা বলা যে কতটা সহজ.এইভাবে কথা বলা যেমন আনন্দ দেয় ঠিক তেমনি আপনার কোনো গুপন কথা খুব সহজেই যে কার সাথে বলতে পারবেন! একটু ট্রাই করলেই শিখে যাবেন এই ভাবে কথা বলা। তাই ট্রাই করেন আপনার কোন বন্ধু বা বান্ধবীর সাথে।

বিশেষ করে আপনার মনের মানুষকে শিখাতে পারেন.. যেমন আপনি আপনার জান এর সাথে দেখা করতে চান পার্ক এ। এখন আপনার মোবাইলে নাই টেকা। ভাবলেন বাবার মোবাইল থেকে তাকে দেখা করার কথা বলবেন তখন একটু বু্দ্ধি খাটিয়ে যদি বলেন ‘নজা’তুমার সাথে দেখা করব পার্ক এভেবে দেখুন এই ‘জান এর জায়গায় ‘নজা’ বলায় কতটুকু বেচে গেলেন। তাই শিখে ফেলুন এই ভাষা.. ‘নেমকে কী নলেরক টুকএ নয়েইনাজা’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.