আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর গার্লফেন্ড বন্ধুর লগে পলটি রইলো

সকাল বেলাই একটা শোক সংবাদ দিতে চাই। আমার এক ক্লোজ ফেন্টু আমারে ফোন দিয়া ঘুম ভাঙালো। তো সে ফোন দিয়া কইতাছে ওর নাকি ব্রেইক আপ হয়ে গেছে আমি ঘুমের গোড়ে অপ্রস্তুত হয়ে গেলাম। তাদের এতো মোহাব্বতি প্রেম কিমবায় এডা হইলো?আমার মতো জাতি ও জানতে চায় ;-) তো সে আমারে চাঞ্চলোকর একটা তথ্য দিল। তারা উভয় উভয় ফেসবুক আর ইমেলের পাসওর্য়াড জানতো।

(এত প্রেম ছিল আগে জানি নাই ;-) )যাই হোক ওর গার্লফেন্ড নাকি ওর ইনবক্স চেক করে দেখে ওনাকি অন্যমেয়েদের সাথে চুরি করে কথা কয়। (ঠিক ই আছে হালার পু গার্লফেন্ড রেখে ওভার টাইম করো)এটা নিয়া ওদের মধ্যে টুকটাক ঝগড়া হয় তা থেকে ব্রেইক আপ হয়। কিন্তু কথা হইতাছে কথা তা না মেয়েটা আমার বন্ধুর ফেসবুক ও ইমেলের পাসওর্য়াড টা বদলাইয়া দিছে। তার মানে সে গালফেন্ডের লগে ওর ফেসবুক আর ইমেল আইডিটা ও হারাইছে। N.B. বন্ধু তোরে কিভাবে শান্তনা দিমু বুঝতে পারতাছি।

আমি কিন্তু মনে মনে সিরাম খুশি। কিন্তু তোর বুঝা উচিত ছিল এদেশের সবোর্চ পদে থাকা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আর ইয়াজদ্দিন যখন ক্ষমতাসীন দলের লগে পলটি লইতারে তর গার্লফেন্ড ক্যান পারবো না তুই কোন চেটের বাল। বি কুল এন্ড ট্রাই টু আন্ডারস্টেন্ড দ্যা রিয়েলিটি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।