আমাদের কথা খুঁজে নিন

   

মোরেলগঞ্জে মৃত্যুর ৩৫বছর পরও কাফনের কাপড় অক্ষত!

প্যাটে ক্ষিদা, খাওন দে বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লিতে এক বৃদ্ধার মৃত্যুর ৩৫বছর পরেও তার কাফনের কাপড় অক্ষত অবস্থায় দেখা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চ্যাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদৃশ্য দেখার জন্য প্রতিদিন হাজার হাজার উৎসুক জনতা ওই কবরস্থানে ভিড় করছে। পারিবারিক সুত্রে জানাগেছে, উপজেলার বহুরবুনিয়া ইউনিয়নের শনির্জোর গ্রামের মৃতঃ মজিবর রহমান হাওলাদারের ছেলে মোঃ লেহাজ উদ্দিন হাওলাদার আনুমানিক ৩৫বছর পূর্বে মারা যান। তখন তাকে নিজ বাড়ির সামনে খালের পাড়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুর প্রায় ৩৫বছর পর মরহুমের ছেলে চট্রগ্রামে চাকুরিরত মোঃ ইউছুব হাওলাদারকে তার মৃত বাবা সপ্নের মাধ্যমে বলেন, তার কবর স্থান খালে ভেঙ্গে যাচ্ছে। তার লাশ তুলে পুনরায় অন্যত্র দাফন করা হোক। কিন্তু ছেলে ইউছুব এ সপ্নের কোন গুরুত্ব না দিলেও গত দু’দিন পূর্বে মৃত লেহাজ উদ্দিনের কবরের কিছু অংশ খালে ভেঙ্গে পড়লে তার লাশ বেরিয়ে পড়ে। স্থানীয় লোকজন দেখতে পান ভেঙ্গে যাওয়া কবরে মৃত লেহাজ উদ্দিনের কাফনের কাপর এখনও নতুনের মত অক্ষত রয়েছে। এখবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছে।

অপরদিকে এঘটনা জানতে পেরে পুত্র ইউছুব একমাস পূর্বে বাবার দেখানো সপ্নের কথা স্মরন করে তার লাশ স্থানান্তরের জন্য গতকাল বৃহস্পতিবার চট্রগ্রাম থেকে বাড়িতে ফিরে লাশ স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।