আমাদের কথা খুঁজে নিন

   

freelancing এর বেপারে কিছু কথা -1

আমি আমার জিবনের গল্প এখানেবলবো। জানিনা কে কি ভাবে নিবে। মাঝে মাঝে অন্য কিছু ও বলবো আমাদের দেশে বেশির ভাগ মানুস বেকার। এই বেকারত্তের সুজোগ নিয়ে গত ২০১২ সালে বাংলাদেশ এর উপর দিয়ে এক বিসাল জর বয়ে গেছে। এইটা আমরা কিছু কিছু মানুস জানি।

আর কিছু কিছু মানুষ এই সাল টাকে ভুলতে পারব না। কতো মানুসের জীবন টায় নষ্ট হয়ে গেসে এদের কারনে। কিন্তু ফ্রীলাঞ্চিং করা এক্তু কঠিন, তারা যেটা করেছে সেটা হল একজন এর টাকা আর একজন কে দেয়া, টাকা MLM কে একেবারে পচিয়ে ফেলেছে। কিন্তু এই MLM টা যদি এক্তু system এ এনে বেবসা করা জায় তায়লে এই মানুস ঠকে না। আর জারা এই বেবসা করতে এসেছে তারা আসলে স্কাম করার জন্যই তারা বেবসা করতে এসেছিল।

MLM নিয়ে আমরা পরে একদিন আলোচনা করবো। এখন আসি ফ্রীলাঞ্চিং করতে হলে আমাদের ১ম কি করতে হবে। ফ্রীলাঞ্চিং এমন একটা কাজ মনে করে আপনি কনো অফিস এ জব করেন সেখানে ৮-১০ ঘন্টা সময় দেন। কি কি কাজ করেন সেখানে??????? নিজের যোগ্যতা অনুযায়ী কাজ তাইতো। আপনি নিজে কতো তুকো পরা লেখা করেছেন তার উপর নিরভর করেই তো আপনি জব করবেন তাই না।

ফ্রীলাঞ্চিং ঠিক এমন একটি জায়গা যেখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করবেন। তফাত সুধু এইতুকো। অফিস এ গিয়ে জব করতে হয়, আর এখানে আপনি আপনার ঘরে বসে জব করবেন। আর একটা বিষয় অফিস এ আপনার নিজের দেশের বস। আর এখানে আপনার যেকোনো দেশের বস হতে পারে।

অফিস এও হতে পারে তবে সেটা অনেক কম। আজ এই পর্যন্ত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.