আমাদের কথা খুঁজে নিন

   

মা ও ছেলের এক মহাকাব্যিক গল্প

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা ছেলেটি খুবই মেধাবী। এসএসসি তে তৎকালীন পূর্ব পাকিস্তান শিক্ষাবোর্ড মেধাতালিকায় তৃতীয় এবং এইচএসসি তে অর্জন করেন স্টার মার্কস। ১৯৭০ সালে ভর্তি হন পূর্ব পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বর্তমান বুয়েট)। ভর্তির জন্য নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ইলিনয় ইনিষ্টিটিউট অব টেকনোলজি কলেজে। একাত্তরের আগষ্টে তার যাওয়ার কথা ছিল।

কিন্তু তার আগেই ডাক এলো মুক্তিযুদ্ধের। ছেলেটি মাকে মুক্তিযুদ্ধে যাওয়ার ইচ্ছার কথা জানান। মায়ের মন কি এত সহজে গলে ? আদরের ছেলেকে কি করে তিনি মৃতুর মুখোমুখি দাঁড়ানোর অনুমতি দিবেন ? দেশকে মুক্ত করার নেশায় বুঁদ হয়ে থাকা তরুনটি মাকে বলেন....আম্মা, দেশের এই রকম অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়ত যাব শেষ পর্যন্ত। কিন্তু তাহলে আমার বিবেক চিরকালের মত অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়ত বড় ডিগ্রি নিয়ে এসে বড় ইন্ঞিনিয়ার হব , কিন্তু বিবেকের ব্রুকুটির সামনে কোন দিনও মাথা উচু করে দাঁড়াতে পারব না।

তুমি কি তাই চাও আম্মা ? মাতৃভূমির দুর্যোগে মা কি আর না করতে পারেন ? দৃপ্ত কন্ঠে বললেন, যা..দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে। আমাদের স্বাধীনতার জন্য আত্বত্যাগকারী এই বীর হলো শহীদ জননী জাহানারা ইমামের সন্তান শহীদ ইমাম রুমী। আজ তার বাষট্টি তম জম্মদিন। হে বীর যোদ্ধা .......তোমাকে জম্মদিনের শুভেচ্ছা। আত্বত্যাগের মহিমায় তুমি এবং তোমরা যে প্রদীপ জ্বালিয়ে গি্যেছ লক্ষ কোটি তরুনের প্রানে তা প্রজ্বলিত আছে ।

প্রজ্বলিত থাকবে যুগ যুগ ধরে। তুমি এবং তোমরা দেখে নিও। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।