আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়্যার কর্তৃপক্ষ সমীপে...

সাফল্য নয়, খুঁজে ফিরি মূল্যবোধ আবেদন ছোট্ট। ব্যক্তিগত স্বার্থও আছে। সামষ্টিক বিবেচনাও কাজ করছে। এ ধরণের আবেদন কর্তৃপক্ষকে মেইল করেও জানানো যায়। পোস্ট হিসেবে দেয়ার উদ্দেশ্য- এ ব্যাপারে অন্যদের মতামত নেয়ার সুযোগ থাকে।

আমার পোস্টে অন্যেরা সমর্থন করবেন- সেই পর্যায়ের পরিচিতি বা জনপ্রিয়তা কোনটাই আমার নেই। কর্তৃপক্ষকে অনুরোধ, অন্যদের প্রতিক্রিয়া না পেলেও বিষয়টি যৌক্তিক জায়গা থেকে বিবেচনা করবেন। সামহয়্যারের প্রথম পাতায় তিনটা ট্যাবে পোস্টগুলো বিন্যাস্ত থাকে। সংকলিত পোস্ট, ক্রমানুসারে পোস্ট আর অনুসারিত ব্লগ। কিন্তু এখানে সংকলিত পোস্ট আর ক্রমানুসারে পোস্টের মধ্যে তফাতটা খুবই সামান্য।

আমার মতো কিছু হতভাগার ব্লগে উপস্থিতি অন্যদের মতো সার্বক্ষণিক বা আধা সার্বক্ষণিক না। দিনে একটা সময় হয়তো ব্লগে উঁকি দেয়া হয়। কিন্তু সারা দিনে যে সব লেখা পোস্ট হয়, এই সামান্য সময়ে সবগুলোতে চোখ বুলিয়ে পড়ার মতো পোস্টটি বেছে নেয়া সম্ভব হয় না। অনেক চমৎকার লেখা স্বভাবতই অপঠিত থেকে যায় আমাদের মতো পাঠকদের কাছে। ব্লগের প্রথম পাতার ডানে কর্তৃপক্ষ যদি 'সাম্প্রতিক মন্তব্য' উইজেটের উপরে একটি নতুন 'সম্পাদকের বাছাই' ধরণের একটি উইজেট সংযুক্ত করেন, যেখানে দিনের সেরা পোস্টগুলির একটা ছোট্ট তালিকা থাকবে, তাহলে আমাদের মতো হতভাগাদের কিছুটা উপকার হয়।

সম্পাদকমন্ডলী/মডারেটররা নিজেরই পোস্টগুলি বাছাই করবেন। তবে এই সংখ্যাটা ৫/৭ টি'র মধ্যে থাকা উচিত বলে আমার ব্যক্তিগত মত। কর্তৃপক্ষ প্রস্তাবটি বিবেচনা করবেন- এটুকু আমার অনুরোধ। ব্লগার ও পাঠকদের প্রতি অনুরোধ- এই প্রস্তাবটি যদি যুক্তিসম্মত হয়, তাহলে বাস্তবায়নের জন্য সামান্য ভূমিকা রাখুন। মন্তব্য করুন অথবা 'লাইক' দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।