আমাদের কথা খুঁজে নিন

   

সর্দির উপশম ঘটাবে প্লাজমা !

সম্প্রতি জার্মানির গবেষকরা সহজেই সর্দি উপশম করতে পারে এমন পদ্ধতি উদ্ভাবন করেছেন। প্লাজমা বা আয়নযুক্তগ্যাসের প্রবাহ ঠাণ্ডা-সর্দি বেড়ে যাওয়া রোধ করে নিমিষেই পুরোপুরি সারিয়ে তুলতে পারে বলেই গবেষকরা জানিয়েছেন। খবর টেলিগ্রাফ অনলাইন-এর। জার্মানির ম্যাক্স-প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ফিজিক্স-এর গবেষকরা বৈদ্যুতিক চার্জিত গ্যাসের প্রবাহ ব্যবহার করে সর্দি দূর করার এ পদ্ধতি উদ্ভাবন করেছেন। প্লাজমা সাধারণত বস্তুর চতুর্থ অবস্থা বোঝায়।

প্লাজমা টেলিভিশনে সাধারণত এ উপাদান ব্যবহৃত হয়। গবেষকদের উদ্ভাবিত এ বস্তুটির নাম ‘কোল্ড প্লাজমা’। ‘কোল্ড প্লাজমা’ কয়েক মিনিট ধরে গ্রহণ করলে সর্দির জন্য ব্যবহৃত ভাইরাস আর তৈরি হয় না তাই সর্দিও সেরে যায় বলেই গবেষকদের মত। গবেষকরা বলছেন, কেবল সর্দিই নয় যেকোনো ফ্লু বা ভাইরাসজনিত রোগে প্লাজমা ব্যবহার করা যাবে। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এইচআইভি ভাইরাস যাতে না ছড়াতে পারে সেজন্য এ প্লাজমা ব্যবহার করা যাবে বলেও গবেষকরা জানিয়েছেন।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ ফিজিক্স ডি: অ্যাপ্লায়িড ফিজিক্স’ সাময়িকীতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.