আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আম জনতা ১

কিছু বলার নাই সেই দিন বাস এ করে মতিঝিল থেকে মিরপুর যাচ্ছিলাম । বাস যথারীতি ফারমগাতে আসলো । এরপর বাস এর উপর মানুষের বৈপ্লবিক আক্রমণ মুগ্ধ চোখে দেখছিলাম । তবে ভয় পাওয়ার কিছু নেই। এই আক্রমণ এর পিছনে কোন বিদেশী মদদ এবং রাজনৈতিক চক্রান্ত ছিলনা ।

সেই মুড়ির টিন এর একটি সিট দখলের জন্যই এই আক্রমণ । সেই দখলদারদের মধ্যে একজন আমার দৃষ্টি কেরে নেয় । ভদ্রলোক আরও ৩/৪ জন দখলদারকে পিছনে ফেলে অবশেষে বাস এ উঠতে সমর্থ হন। কিন্তু ভাগ্য নিতান্তই মন্দ। তার আর সিট পাওয়া হল না।

যাই হক এর পরে ভদ্রলোক চিৎকার শুরু করলেন হেলপার এর সঙ্গে । তার অভিযোগ হেলপার অতিরিক্ত লোক উঠিয়েছে । এই অভিযোগে বেচারা কে ২/৩ টি চর ও হজম করতে হল। বাস এর বাকি যাত্রীরাও ভদ্রলোককে সমর্থন দিলেন। এমনকি কয়েকজন ভাড়া দিবে না বলেও ঘোষণা করলেন ।

............................................................................................. এখন আমার প্রস্ন হল - হেলপার যদি দাড়িয়ে লোক না নিতো ,তবে কি সেই ভদ্রলোক বাস এ করে এতো তাড়াতাড়ি ঘরে ফিরতে পারতেন? আজ আপনি আমি বাস এ সিট নাই পাই, তবে কি দাড়িয়ে বাস এ যাতায়াতের চেষ্টা করব না ? আমাদের এই ছোট ঢাকা তে যে পরিমাণ মানুষ আছে তাদের সবার জন্য যদি সিট এর ব্যবস্থা করতে হয়, তবে ঢাকার সড়ক জুড়ে কেবল বাস আর বাসই দেখা জাবে। তাতে যানজট কি পরিমান বাড়বে তা কারোরই অজানা নয়। তবে আসুন এই অবাস্তব বিলাসিতা পরিহার করি। একজন মানুষের পাশে আরেকজন মানুষ দাড়িয়ে গেলে সম্মানের কোন হানি হয় না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।