আমাদের কথা খুঁজে নিন

   

মনের শব্দহীন অপ্রকাশিত আর্তনাদ....(রিয়েল লাইফ স্টোরি)

ছোট বেলা থেকে মা, বাবা ও আমার প্রবল ইচ্ছা ছিল ইন্জিনিয়ার হব । আমার ও কম ইচ্ছার কোনো কমতি ছিল না । তাই ৯-১০ থেকে ই বুয়েট এর জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম । সেই অনুযায়ী এস.এস.সি. তে বোর্ডে অষ্টম হলাম । সবাই খুশি তাই আমি ও খুশি হলাম ।

জেখানে যাই সেখানে ই অন্য রকম কদর করে । আহ,,,,!!! লাইফ কী সুন্দর....(!) এর মধ্যে আমার এইচ.এস.সি. প্রথম বর্ষ গেছে । রেজাল্ট মাশাল্লাহ । তখন তো পুরা হাওয়ায় উড়তেছি । প্রাইভেট থেকে শুরু করে সব যায়গায় মেয়েরা কথা বলতে চায়...!! উফফফফ্ সেই কী ভাব...!! আমি ও নিজেকে আর ধরে রাখতে পারলাম না ।

শুরু করে দিলাম ঢোলের শব্দ শুনে নাচতে....! প্রি-টেষ্ট খারাপ হল । মন খারাপ করে কিছু ডিন পড়লাম কিন্তু কিছু দিন পর আবার যেই লাউ সেই কদু । টেষ্ট ও খারাপ হল । এদিকে সব স্যর রা আমার উপর খেপে গেল । আম্মুর কাছে বিচার গেল ।

কিন্তু আম্মু ামরা পাশে ছিল না বলে কিছু ই করতে পারলো না । আমি আমার মতো মেয়ে বন্ধুদের সাথে ভাল ই টাইম পাস করতাম । ( ও ভাল কথা, আমি কিন্তু তখন ও প্রেম করতাম না । ) মডেল টেষ্ট ও ভাল করে দিতাম না । একদিন দিলে আর তিন দিন দিতাম না ।

দেখতে দেখতে চলে এল এইচ.এস.সি. পরীক্ষা । পরীক্ষি ভাল ই দিলাম কিন্তু কোন এক অজানা কারনে রেজাল্ট খুব ভাল আসল না । এমন কী বুয়েট এ পরীক্ষা পর্যন্ত দিতে পারলাম না । বলে রখি, এর মধ্যে বুয়েট কোিচং এ খুব ভাল মার্কস্ পেতাম । কিন্তু রেজাল্ট ের পর আমি এত ই হতাশ হলাম যে, আর পড়াশুনা করতে পারতাম না ।

কোন মতে ই মন কে মানাতে পারি নি । আমি বুয়েট ছাড়া কিছু কল্পনা ও করতে পারতাম না । আর সব সময় ই বুয়েট-মেডিকেল ছাড়া অন্য ভার্সিটি ওয়ালাদের পচাইতাম । যা ই হোক বাসা থেকে আমাকে কিছু ই বল=ল না । সবাই ভাবল কোথাও তো চান্স পাব ই ।

কিনতু কোথাও চান্স পেলাম না । পরীক্ষা দিতে বসলে ই মনে হয় ামি বুয়েটে পড়তে পাড়লাম না। আর পড়াশুনা করে ই কী হবে...?? তাই আমি পরীক্ষার বদলে চোখের পানি জমা দিয়ে হল থকে বের হই । সর্বশেষ চ.বি. তে পরীক্ষা দিয়েছি । সেখানে ও ব্যাতিক্রম কিছু ঘটে নি ।

এক গাদা চোখের পানি জমা দিয়ে এসেছি, আমি যখন কাদি তখন সবাই আমার দিকে চেয়ে থাকে আর হয়তো ভাবে, আমি কিছু ই পারি না। তাই কাদছি। অথচ আমি কাদি সব পারি এজন্য । আমার শব্দহীন অপ্রকাশিত আর্তনাদ কেউ বুঝতে পারে না । আমি বুয়েটের জন্য জান-প্রাণ সব দিয়ে পড়েছি ।

নিজেকে একটু একটু করে প্রস্তুত করেছি । কিন্তু আজ সব কিছু ই মাটি । :'( কোথাও চান্স পাইনি । তাই বাসা থেকে খুব প্রেশার দিচ্ছে । শেষ পর্যন্ত আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় এর ফর্ম কিনতে বলতেছে ।

সবাই আমাকে নিয়ে হতাশ। আর সবাই বলে আমি নাকি পড়াশুনা করি নি। কিন্তু শুধু আমি জানি, আমি আজ ও ছয় ঘন্টা পড়াশুনা করেছি। পড়তে আমার খুব ভালো লাগে। এটা ই আমার নেশা।

আর রুমমেট রা ভাবে আমি গাধা..!! এত পড়ে ও কিছু করতে পাড়লাম না । আজ পর্যন্ত কারো কাছে কিছু বলি ও নি, কেন আমর এমন হচ্ছে। কেন আমি নিঃশ্বেষ হয়ে যাচ্ছি। হয়তো বিলীন হয়ে যাব কোন দিন। আমি এখন কী করব...??? কী? কী?? সবার জন্য একটা ছোট্ট রিকয়েষ্ট, বেশী স্বপ্ন দেখ না.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.