আমাদের কথা খুঁজে নিন

   

মনের আলোয় পৃথিবী দেখি, মনের ভাবনা কথায় লিখি।

এএক আকাশেতেই আমাদের ওড়াওড়ি। হাই, কেমন আছেন সবাই। সামুতে এটা আমার প্রথম লেখা। লেখালেখি আমার খুব বেশী আসেন না। তার উপর বাংলা লিখতে বেশ কস্ট পাই।

দোষটা আমার না। দোষটা বাংলা ভাষার না। দোষটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ভদ্রলোক যখন বরনোমালা তৈরী করছিলেন তখন ইচ্ছে করলেই কিছু শব্দ কমিয়ে দিতে পারতেন। তাহলে এটলিস্ট কিবোডে সব গুলো অক্ষ্র ধরে যেত।

এই আমি যেমন রেফ টা নিয়ে বহুত ঝামেলা ফেস করি। যাহোক, ভাবছি কিছু লেখালেখি করে নিজের সৃজনশীলতা বাড়াবো যাতে আমার মৃত্যুর পর অপ্রকাশিত রচনাসমগ্র বের হতে পারে। হা হাহা হা। তুমি আমি এই পৃথিবীতে একই পরিমান সম্পদ নিয়ে জন্মাই। তারপঅর পিতামাতার গুনে গুনান্বিত হয়ে শিশুকাল কাটিয়ে দেই।

যৌবনে শুরু হয় নিজের যুদ্ধ। পৃথিবীকে চিনতে হয় নিজের পরিচয়ে। যে নিজেকে চেনাতে পারে না, সে আধাজীবন বয়ে চলে। আমরা সবাই কোন না কোন মতবাদে বিশ্বাসী। সেই বিশ্বাসগুলো, সেই চাহিদাগুলো থেকে আমরা কেউবা আস্তিক আর কেউবা নাস্তিক, কেউ হিন্দু আবার কেউ মুসলমান।

জৈবিক চাহিদার কারনে আমরা কেউ স্ট্রেইট আবার কেউ সমকামী। আমরা যে যেই মতের হইনা কেন। আমি বিশ্বাস করি পৃথিবীতে সব মানুষের অধিকার সমান। তোমার মতের বিরোধী হলেই যে তাকে অমানুষ উপাধী দিবে সেই অধিকার তোমার নাই। অমানুষ আমরা তাকেই বলব যে মানুষ হয়ে অন্য মানষের নৈতিক চাহিদা পূরণে বাধা সৃষ্টি করে, টার যেটা প্রাপ্য নয় সেটা পাওয়ার জন্য সে অবৈধ পন্থা অনুসরন করে।

আমার সাথে তোমার মতের মিল নাই হতে পারে। যুক্তি দিয়ে তুমি তোমার অবস্থান ব্যাখ্যাকর। যদি তোমার যুক্তি আমার পছন্দ না হয় তাহলে আমি কেন তোমার যুক্তির কাছে মাথানত করব। পৃথিবীর মহান অধীশ্বর নিশ্চই তোমার থেকে কম শক্তিশালী নন ! তাহলে তার পাঠানো ধরমোকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে কেন তোমাকে তোমার মত আরেকটি মানুষের বুকে মৃত্যুর ছুরি বসাতে হবে? তাহলে কি সৃষ্টিকরতা তোমার সাহায্যের মুখাপেক্ষী হয়ে গেলেন না? আস ভাই, আমরা যে যেই মতের হই না কেন, মানুষকে মানুষ ভাবতে শিখি। কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করে পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.