আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখ বাঁধ নিয়ে সোনাব্লগের চক্রান্ত

চারদিকে এতো জীবিত মানুষ...মাঝে মাঝে লজ্জাই লাগে নিজেকে মৃত দেখলে.. সোনাব্লগের কতিপয় ব্লগার যারা মুলত নানা মৌল্বাদী সংগঠন যেমন জামাত শিবির বা হিজবুতিয়াদের সদস্য তারা পর্দার আড়ালে থেকে আজ প্রেস্ক্লাবের সামনে একটি মানব বন্ধনের আয়োজন করেছিলো। তাদের পর্দার আড়ালে থাকার কারণে অনেক সাধারণ লোক আমার মতই বিভ্রান্ত হয়ে তাদের ফেসবুক ইভেন্ট এর পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছে ও অংশগ্রহন করেছে। আমি বিভ্রান্তি ছড়ানো র দায় স্বীকার করছি ও ক্ষমা প্রার্থনা করছি। আমি নিজে এই মানব বন্ধনে হাজির থেকে কয়েকজন আপাতদৃষ্টিতে নেতৃত্বস্থানীয় লোকের সাথে কথা বলে ব্যাপারটি বুঝতে পেরেছি। তারা সাংবাদিকদের কাছে নিজেদের পরিচয় দিচ্ছিলো ব্লগার ও ফেসবুক এক্টিভিস্ট কিন্তু আমি নিজে ব্লগ জগতে দীর্ঘদিন থেকেও তাদের কার পরিচয় উদ্ধার করতে পারি নি এমনকি যারা অংশগ্রহন করেছে তারা একেবারেই অচেনা মুখ।

কিছু সাধারণ ছেলেদের সাথে কথা হলো, যারা একদমই সরল বিশ্বাসে টিপাইমুখ ইস্যুতে প্রতিবাদের আকাংখায় এখানে এসেছিল। তারা যে নির্মমভাবে মৌল্বাদীদের দ্বারা ব্যবহৃত হচ্ছে তা তারা বুঝতে পারেনি। এরা অনেক ব্যয়বহুল ডিজিটাল ব্যানার ফেস্টুন নিয়ে মানব বন্ধনে অংশ নেয়। কিন্তু তারা কোন আর্থিক উৎস জানাতে পারেনি। অথচ তারা বলেছিলো নিজ দায়িত্বে ব্যানার ফেস্টুন নিয়ে আসতে কিন্তু তাদের প্রায় শতাধিক ব্যানার ফেস্টুন ছিলো ডিজিটাল এবং উচ্চমুল্যের যা তাদেরকে তাতক্ষনিক বিতরণ করা হয়েছে কিন্তু এর উৎস জানা যায় নি।

মানব বন্ধন শেষে জাকির হোসেন নামে একজন ধন্যবাদ জ্ঞাপণ করেন এবং পরে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে তিনি নিজেকে সোনার বাংলা ব্লগের একজন বলে জানান। আরো কয়েকজনের সাথে কথা বললে তারা জানায় তারাও সোনার বাংলা ব্লগের সাথে জড়িত। সার্বিক পরিস্থিতিতে আমার মনে হয়েছে "আমার বাংলাদেশ" নামে ফেসবুক পেইজটি মৌলবাদীদের সদস্য সংগ্রহের একটি উপায় মাত্র। অনেক সাধারণ ছেলেরা কেবল বাংলাদেশের প্রতি দেশপ্রেম থেকে এই মানব বন্ধনে অংশগ্রহন করেছে। সকলকে সাবধান থাকার অনুরোধ জানাচ্ছি যাতে আমার মত কেউ বিভ্রান্ত না হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.