আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখ!

রাজাকার-যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

টিপাইমুখ ড্যাম নির্মাণের বিপক্ষে প্রায় ২০০৩ সাল হতে বিভিন্নভাবে জনমত সংগঠিত যারা করে আসছে, তাদের সাথে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিরোধীদল হতে যখন টিপাইমুখ ড্যামের বিপক্ষে জনমতামত গঠন করার উদ্যোগ গ্রহন করা হয়, তখন ইস্যুটি ব্যাপকভাবে আলোচনায় চলে আসে। বিরোধীদল হিসাবে জনমতামত সংগঠনের এই প্রচেষ্টাকে অবশ্যই অভিনন্দন জানাতে হয়। কিন্তু সন্দেহ একটা থেকেই যায়। অভিজ্ঞতার দিক হতে নতুন কিছু মন্ত্রীর মিডিয়াতে দেয়া বক্তব্য এবং পিনাক রঞ্জন চক্রবর্তীর কুটনৈতিক শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের পক্ষ হতে টিপাইমুখ ড্যামকে কেন্দ্র করে একটা অপরাজনীতি শুরু হয়েছে, যা কোনভাবেই কাম্য নয়।

যারা টিপাইমুখ ড্যামের বিপক্ষে, তাদের আন্দোলন সংগ্রাম এই অপরাজনীতির শিকার হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলাবাহুল্য, টিপাইমুখ ড্যাম ইস্যুটি কুটনৈতিক বিষয়, যার সমাধান কুটনৈতিকভাবেই করতে হবে। বিরোধীদলের আন্দোলন এই কুটনৈতিক পন্থাকে একধাপ এগিয়ে নিয়েছে, তা যেকেউ বুঝতে পারে। সেজন্য বিরোধীদলের ভূমিকা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু টিপাইমুখ পরিদর্শন বিষয়ে সংসদীয় কমিটিতে বিরোধীদলের অংশগ্রহন না করা এবং বাংলাদেশ জাতীয় পার্টি নামের একটি দলের আদালতে মামলা করার মাধ্যমে এটা প্রমানিত, টিপাইমুখ ড্যাম হওয়া না হওয়া নিয়ে এই গোষ্ঠীর কোন মাথাব্যথা নেই।

টিপাইমুখ ড্যাম বিরোধী বক্তব্য তুলে ধরার মাধ্যমে নিজেদের অপরাজনৈতিক স্বার্থ হাসিল করাই মুখ্য উদ্দেশ্য। যারা টিপাইমুখ ড্যাম পরিদর্শনে যাচ্ছেন, তারা স্পষ্ট করেই বলেছেন, তারা ভারতকে যৌথভাবে স্টাডির প্রস্তাব দেবেন এবং জেআরসি মিটিং আহ্বান করার মাধ্যমে টিপাইমুখ ড্যামের সমাধান নিয়ে আসা হবে। বাংলাদেশ জাতীয় পার্টির রিট আবেদনে বলা হয়েছে, সরকার টিপাইমুখ নিয়ে যথাযথ ভূমিকা পালন করছে না। প্রশ্ন হলো, কি করলে যথাযথ ভূমিকা পালন করা হবে? তথাকথিতভাবে ভারতবিরোধী বক্তব্য রেখে, নাকি টিপাইমুখ ড্যাম যাতে না হয়, সেবিষয়ে কুটনৈতিক তৎপরতা চালিয়ে? দেশের স্বার্থ, জাতির স্বার্থ ইত্যাদি পরিভাষা ব্যবহার করে দেশের সাধারন মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দেয়ার নাম কি রাজনীতি? নিজস্ব জ্ঞান হতে আমার এই অবস্থান। যদি কেউ এর বিপক্ষে থাকেন, তবে দয়া করে বলবেন কি, কি করলে টিপাইমুখ ড্যাম বন্ধ করা যাবে? এ বিষয়ে কোন সুনিদ্দির্ষ্ট কর্মসূচী থাকলে দয়া করে তা তুলে ধরবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.