আমাদের কথা খুঁজে নিন

   

এক চিলতে ফিরে দেখা আমার সোনালী অতীত

ছোট থাকতে বিভিন্ন ধরনের পাখির পেছনে ছোটা-ছুটি করা আমার নেশার মত হয়ে গিয়ে ছিল । পাখির পেছনে ছুটতে ছুটতে কখন যে দিনমান কেটে যেত...! টুনটুনি,শালিক, মাছরাঙ্গা আরো কত নাম না জানা পাখির পিছে যে ছুটে বেড়াতাম...কি যে অসাধারণ দূরন্তপনায় কেটে যেত একেকটি দিন ! আর এজন্য প্রায় প্রতি দিনই সন্ধাবেলায় মায়ের বকা ছিল অবধারিত । তার পর মায়ের উপর রাগ করে গাল ফুলিয়ে বসে থাকা...এরপর আবার আম্মুই যখন কোলে টেনে নিয়ে আদর করে দিত তখন কেন জানি আমার কান্না পেয়ে যেত! পাখির কথায় আবার ফিরে যাই, এক সময় আমাদের গ্রামের বাড়িতে মোটামুটি বড় সাইজের একটা কামরাঙ্গা গাছ ছিল...কামরাঙ্গা খাওয়ার জন্য হলদে পাখি, টিয়া পাখি গাছে ভিড় জমাতো আর সমানে কামরাঙ্গা খেয়ে ফেলতো... আমি সে পাখি গুলো দেখতাম ! কিযে ভালো লাগতো এখন বলে বোঝাতে পারবো না । এক সময় পাখি তাড়ানোর জন্য গাছের ঢালে লম্বা রশি দিয়ে একটা টিনের ড্রাম বেঁধে দেয়া হয়। গাছে পাখি এসেছে বুঝতে পারলেই যে কেউ নিচে থেকে রশি টান দিয়ে ড্রাম পেটাতো আর পাখি গুলো উড়ে যেত...এটা আমার কাছে ভালো লাগলো না ।

আমি কি করলাম...তখনো গাছে উঠতে পারতাম না, লম্বা একটা বাঁশের কঞ্চির আগায় কাস্তে বাঁধলাম । তারপর এটা দিয়ে গাছে বাধা ড্রামের রশিটা কেটে দিলাম । ড্রামের রশিটা কাটা দেখে সবাই কেমন করে আমার দিকে তাকাচ্ছে, কেউ কিছু জিজ্ঞেস করার আগেই আমি রশি কাটিনি বলে কাঁদতে শুরু করলাম, কিযে ছেলে-মানুষীর মধ্য দিয়ে কেটেছে আমার ছোট্টবেলা ! আজকের ইট-কাঠের জঞ্জাল এই ঢাকা শহরে পাখির দেখা পাওয়া দুর্লভ । গাছ-পালা দেখলে এখনো মাঝে মাঝে আমি গাছের দিকে তাকিয়ে পাখি খোঁজার বৃথা চেষ্টা করি । রমনা পার্কের উপর দিয়ে হেটে আসার পথে আজকে আমার ছোটবেলার সোনালী দিনের সে সব স্মৃতি মনে পড়ে গেল ।

পার্কের উপর দিয়ে হাটতে হাটতে হঠাৎ করে একটি টিয়া পাখির ডাকে আমি চমকে উঠলাম। আর হারিয়ে গেলাম ১৬-১৭ বছর অতিতে । “হায়রে আমার ছোট্টবেলা দাড়িয়া বান্ধা বৌচি খেলা ডাঙগুলি আর ঢাহুশ ঘুড়ি রূপকথার রাক্ষসী বুড়ি । । কলার ভেলায় সাতার কাটা হাটু জলে মাছ ধরা হায়রে আমার ছোট্টবেলা দুষ্টুমিতে ভরা” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।