আমাদের কথা খুঁজে নিন

   

শারীরিক কামনায় ভালোবাসার অবমাননা

শারীরিক কামনায় ভালোবাসার অবমাননা তোকে নিয়ে কিছুদিনের যাপিত জীবনের দিনগুলোর কথা মনে হয় শ্রান্ত শরীরে ভ্রান্ত দেখি ক্লান্ত চোখ চেয়ে লাশের মতন শরীর পড়ে রয় শুকতারা ঢেকে গেছে আজ কালো মেঘের আড়ালে যায় না দেখা চোখ মেলে গোধূলির শেষ দিগন্ত আমার চারিদিক ছেয়ে আছে টুকরো সব স্মৃতির কষ্টের কালো আঁধার হাতছানি দিয়ে ডাকে কষ্টের স্মৃতিগুলো হৃদয়ের শেষ সীমানা পর্যন্ত। অথচ কোন এক দিন হঠাৎ করেই আমার জীবন উঠোনের ক্যাকটাসের ঝাড়ের গহিন থেকে ভেসে এসেছিল লাস্য কামনার দেবী এক কামরূপী রূপে গুনে শুষে নিয়ে ভ্যাপসা গরমের আর্দ্রতাগুলি চোখের ভাষায় করেছিল কি এক অমৃত-অভিভাষণ যেন পানপাত্রে কাম-সুধা ঢেলে করেছিল নিবেদন দ্রৌপদীর রূপ সুষমার আহ্বানে যেন নগ্নতার নির্যাস করেছিলাম লেহন সাড়া পড়েছিল সারা দেহে কাম-রিপুর, হয়নি সেদিন মনের মাঝে কোন দহন । তারপর ভালোবাসা-বাসি দিনরাত, সঁপে দিয়ে নিজেদের কামাগ্নির ক্ষুধিত হাতে পৈশাচিক উল্লাসে দানবিক খিদে মিটে চলে আর প্রেমের নামে শারীরিক লুণ্ঠন দুজনে মিলে কামের উচ্ছ্বাসে রঙ্গ-লীলা করে গিয়েছি দুজনে মিলে হয়ে কাম-রিপুর কাছে পরাস্ত দেহ-তপ্ত অনুভূতিতে সবকিছু ভুলে আমার ভাবালুতায় সেদিন ছিল না কোন আলেয়ার তিক্ত জীবনের স্বাদ মিটিয়েছি ভালোবাসা নামক বিষের জ্বালা কামের রিপুতে, মনে দেইনি কোন বাধ সুখেরও যে কাঁটা আছে বুঝি নি সেদিন অথচ বসবাস চিরদিনই আমার ক্যাকটাসের ঘরে বোধোদয় হয়েছিল, যেদিন রতি-রমণী রঙ্গ-লীলা শেষে ফিরে গিয়েছিল তার ঘরে নিজের মতন করে। বড্ড নোংরা মনে হয় আজ, বড্ড অশুচি সাড়া গাঁয়ে আমার ঘিনঘিনে এক অনুভূতি ছেয়ে আছে সারা মন জুড়ে যখনই সেই দিনগুলোর কথা মনে পড়ে আর মনে পড়ে প্রেমের ছলনার নামে কামের অভিলাষ ঘসে ঘসে সাবান মাখি সারা গায়ে ধুয়ে ফেলতে অশুচিগুলো ঘণ্টার পর ঘণ্টা জলস্রোতে, ট্যাঙ্কের পানি শেষ হওয়া পর্যন্ত ঝর্ণা করিনা বন্ধ কেন জানি মনের অনেক গভীরে গেঁথে আছে আজো অশোভন কাম-লীলার সেই সব দিনগুলোর নোংরা বীর্যের গন্ধ আজ অনুতাপ জাগে বড্ড বেশি করে মনে; সেদিন কেন ছিন্নভিন্ন করেছি নিজেকে প্রেমের শারীরিক খেলায় বাঁধা দেইনি কেন কামের আগ্রাসী মনন ঘা খেয়ে বোধোদয় আজ কাম-রিপুর কাছে অসহায় হয়ে দেহের কামনায় করেছিলেম পবিত্র ভালোবাসার ধর্ষণ অনুতাপ জাগে আজ বড্ড বেশি করে, মনে প্রাণে।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.