আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কাল থাকুক দূরে সভ্য চারপাশ

কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ আমাকে বিরক্ত ক'রো না- এইখানে আমি বসেছি তপস্বায় আমার তপোবন করেছো উজাড় বহু আগে,শুধু এইটুকু বৃক্ষ ছায়া নিও না'কো কেড়ে; আমাকে স্থির হতে দাও আরো একটু আরো একটু নিয়ন্ত্রিত হতে দাও নিজেরই কাছে; দু'পায়ে দাঁড়াতে পৃথিবীর বুকে, সঞ্চিতে দাও কিছু শক্তি; তোমাদের বাস্তবতার ভিতে আমার এই যে মৌনতা, তোমাদের তাচ্ছিল্যের কারণ! ঠিক এইখানে, আমাকে দাও একটু উদাস হবার অধিকার; আমাকে বিরোক্ত ক'রো না- তোমাদের ভালবাসার ক্ষারক ছিটিও না আমার উপর; এই দ্যাখো কতটা বিকৃত আমার হৃদয়; দ্যাখো এই একটি মাত্র চোখ আমার এখনও দেখতে জানে কিছুটা; দোহাই তোমাদের দোহাই! আমাকে সম্পূর্ণ অন্ধ করো না.. কীট-শয্যার আগে এই সেঁজুতির ম্লান আলোয় আমাকে দেখে নিতে দাও তোমাদের ভালবাসা আর ঘৃণা.. মানবতার কোন সূত্র মেনে চলে কি না? [ছবিঃইন্টারনেট]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।