আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা ভাগের বৈধতা নিয়ে রিট

ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে আজ বুধবার রিট করা হয়েছে। বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য সম্পূরক তালিকায় রয়েছে। বিকেল চারটার পর রিটের ওপর শুনানির ক্ষণ নির্ধারণ করা হয়েছে। বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা আবেদনকারী হয়ে রিটটি করেন। আজ বেলা দুইটায় শুনানিতে অংশ নিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘ঢাকা ভাগের বিষয়ে সংসদে বিল পাস হয়েছে।

সংবিধানে বলা আছে, ঢাকা বাংলাদেশের রাজধানী। নর্থ ঢাকা হবে, সাউথ ঢাকা হবে—এমনটি বলা নেই। ’ তিনি বিষয়টি শুনানির আরজি জানান। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য একটি গুরুত্বপূর্ণ মামলা অপর একটি বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে। এ পর্যায়ে আদালত চারটায় শুনানির ক্ষণ নির্ধারণ করেন।

সাদেক হোসেন খোকা প্রথম আলোকে বলেন, ঢাকাকে বিভক্ত করার বিরুদ্ধে প্রতিকার চেয়ে রিটটি করা হয়েছে। সব প্রক্রিয়া ও বিধি-বিধান অনুসরণ না করেই সংসদে এটি পাস করা হয়েছে। বিভক্তির কোনো যৌক্তিকতা নেই। এ বিভক্তি সংবিধান পরিপন্থী। তাই আবেদনটি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, রিট আবেদনে ঢাকাকে বিভক্ত করে বিল পাসের আগে যেভাবে করপোরেশনে প্রতিনিধিরা কার্যক্রম চালাত, সেভাবে কার্যক্রম পরিচালনায় স্থিতাবস্থা চাওয়া হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর জন্য রুল জারির আরজিও জানানো হয়েছে। (সূত্র-প্রথম আলো, অন লাইন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.