আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানের টি-২০ তে জয় ও নিজামী

Sufficit huic tumulus, cui non sufficeret orbis নিজামীর পোলা গেসে নিজামীর লগে দেখা করতে,সাথে পাকিস্তানি খাবার নিয়া গেসে। তার আগে অবশ্য একটা বিশাল কাহিনী ঘইটা গেসে,নিজামীর পেয়ারের পাকিস্তান আগের দিন বাংলাদেশরে টি-২০ তে হারায়া দিসে। আসেন দেখি নিজামী এবং তার পোলার কথোপকথন কেমন হইতে পারে; আব্বাজান আপনের জন্য কিছু পাকিস্তানি খানা লে আয়া। ভালো করসো বেটা,বাঙ্গাল খাবার আরতো সহ্য হয় না। আহ কিই না স্বাদ পেয়ারের পাকিস্তানের বিরিয়ানি,মুরগীর রোস্ট,ছাগুর গোস্তের রেজালা! এই বাঙাল দেশের মুরগির ডিম গুলাই দেখো কেমন পিচ্চি পিচ্চি অথচ হামারা পাকিস্তানি মুরগির ডিমগুলা যেন একটা একটা তাগড়া পাঠান জওয়ান।

করুণ সুরে নিজামী বলল, না খাইতে খাইতে দেখো চেহারার নুরানী ভাবটাই চইলা গেসে। ইয়ে তো ইনসাফ নেহি হে বেটা। বেত্তমিজ উকিলটারে বলসিলাম এই বিষয়টা নিয়া আন্তর্জাতিক আদালতে একটা মামলা ঠুইকা দিতে,কিন্তু শুনতাসি ও নাকি নিজেই এখন দৌড়ের উপ্রে আছে। থাক আব্বাজান এইসব নিয়া আর মন খারাপ কইরেন না। আপনের শরীরের অবস্থা কেমন এখন ? নিজামী কিছুটা ক্রুদ্ধ হয়ে,ভালো না বেটা।

শরীরটা মেজমেজ করতাসে,গতকাল রাইতে যে ছাগু গেলমানটারে আমার খেদমতে পাঠানোর কথা ছিল ঐটা আসল না কেন জানো কিছু? নিজামীর পোলা বত্রিশ দন্ত বাইর কইরা বলল,আব্বাজান গতকাল তো একটা বিশেষ দিন আছিল। নিজামী কিছুটা উত্সুক কিছুটা ক্রুদ্ধভাবে, কিসের বিশেষ দিন? আব্বাজান হামারা পাকিস্তান জিত গায়া। আমরা গতকাল বাঙ্গাল দেশরে ক্রিকেট খেলায় হারায় দিসি। আমাগো বীর পালোয়ান ভাইয়েরা বাঙ্গালগো একদম খাড়াইতেই দেয় নাই। এইটা শুইনা নিজামীর বয়স যেন তত্ক্ষনাত ৪০ বছর কইমা গেল,শুকরিয়া।

ইয়ে তো বহতই খুশ কি বাত হে বেটা,বহতই খুশ কি বাত। বেটা তুমি আমারে এই খবরটা আরো আগে বললা না কেন?ইশ,না জানি কি খেলাটাই মিস করলাম,বেটা সামনের বার তুমি আসার সময় এইটার একটা ভিড্যু নিয়া আসবা মনে কইরা। হুম,গেলমানটা কেন আসে নাই এইবার বুঝতে পারসি। বেটা তুমি আমার আরেকটা কাম করতে পারবা? জ্বী,বলেন আব্বাজান কি করতে হবে। তুমি আমার পক্ষ থাইকা আমাদের পাকিস্তানী বীর ভাইদের একটা শুভেচ্ছা পত্র দিয়া আসবা।

আর আগামী ১১ দিন আমার জন্য যে ১১টা গেলামন বরাদ্দ ছিল,ঐগুলারে তুমি আমার বীর ১১ ভাইয়ের খেদমতে পাঠানোর ব্যবস্থা করবা। চিন্তিতভাবে নিজামীর পোলা,কিন্তু আব্বাজান এই কয় দিন তাইলে আপনার কি হবে? বেটা,হামারা ভাইকো খেদমত ভি হামারা খেদমত হে। বেটা তোমার উপর আমার অনেক ভরসা,উনারা আমার মেহমান দেইখো আমার মান-ইজ্জত ডুবাইযো না আবার। বাইছা বাইছা একদম কচি-তরতাজা গেল্মান্গুলারে পাঠাইবা। ##হিন্দী/উর্দুতে ভুল হইলে ক্ষমাপ্রার্থী,আমার হিন্দী/উর্দু বিদ্যার সর্বোচ্চটাই দেয়ার চেষ্ঠা করসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.