আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে পাকিস্তানের পতাকা উড়বে না, বাণিজ্য মেলায় কোন নিয়ম নীতি ছাড়াই ওড়ানো হচ্ছে পাকিস্তানের পতাকা

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... আজকে বণিজ্য মেলায় সময় টিভির এক সাংবাদিক বিভিন্ন স্টলে পাকিস্তানের পতাকা ইচ্ছামত ওড়ানোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতেই সাংবাদিকের পাক প্রীতি জেগে উঠল,অপদস্থ করা শুরু করল বেটার সাথে হেভি ঝগড়া হইল , বাণিজ্য মেলায় পাকি স্টল গুলাতে পাইক্কা পতাকা ঝুলছিল কোন নিয়ম নীতি ছাড়াই। পাশেই সাংবাদিক দেখে ভাবলাম লোকটাকে জানাই, ওরে শালা, কইতেই জইল্লা উঠল পাকি পিরিত, কয় আম্বেসিতে পতাকা উড়লে তখন আপনারা থাকেন কই , সংবিধানের কোনখানে লেখা আছে ... ব্লা ব্লা ।এইসব সস্তা দেশপ্রেম ছাড়েন ইত্যাদি ইত্যাদি । হালার সাথে ঝগড়ায় গেলাম না বললাম "সংবিধান তো সাথে আনি নাই ,তবে আপনি নিশ্চয়ই জানেন, বলেন কি লেখা আছে,সংবিধান বিরোধী জেনেই তো আপনাকে বললাম । এখন যদি ভুল কইরা থাকি আপনি বলেন কোথায় কি লেখা আছে " বেটা স্মার্ট উত্তর আশা করে নাই ,এম্বেসিতে উড়ে ক্যান, এম্বেসি হ্যন ত্যন কইরা তেনা পেচাইতে লাগল আমি বুঝলাম বেটা পুরাই ছাগু , কঠোর ভাষায় বললাম আপনি আপনার নাম আর পোস্ট বলেন আমি সংবিধান সহ দেখা করব . . . স্বাধীন দেশে আপনি চাইলেই অন্য দেশের পতাকা ওড়াতে পারেন না (এমনকি এম্বেসিতেও),ওড়াতে চাইলে আমাদের দেশের পতাকাও ওড়াতে হবে, এবং আমাদের দেশেরটা থাকবে একটু উপরে, অথবা একটু বড়, রাস্তার ক্ষেত্রে এমন ভাবে যেন আগে আমাদের দেশের টা আগে চোখে পড়ে, (উইকি থেকে ঘুরে আসতে পারেন) আর এম্বেসি, এয়ারপোর্ট এগুলা no mans jone,ঐ সব এলাকায় এমনকি একজন খুনি ঢুকে পড়লেও তাকে আর legally পুলিশ ধরতে পারে না, ওইসব এলাকার জন্য প্রটোকল আলাদা , তবুও একা একটি দেশের পতাকা কখনই ওড়ানো হয় না । এটাতো গেল যুক্তির কথা , বাংলাদেশে পাকিস্তানের পতাকা উড়বে কেন ? বাংলাদেশে পাকিস্তানের পতাকা দেখে গা জ্বলে উঠবেনা কেন আসুন, বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা ওড়ানোকে 'না' বলি বাংলাদেশের মাটিতে পাকিস্তানের ক্রিকেট, বাণিজ্য মেলা ইত্যাদিতে পাকিস্তানের পতাকা ওড়ানো বন্ধ করতে হবে, কারণ আমরা আমাদের ইতিহাস ভুলি নাই। এখানে আমরা পাকিস্তান ও পাকিস্তানের সমর্থনকারীদের ঘৃণা প্রকাশ করি। ছাগুরা এখান থেকে শত হাত দূরে আপনাদের কাজকর্ম চালিয়ে যান, যত পারেন মিরপুর স্টেডিয়ামে গিয়ে কচি ঘাস খেয়ে জাবর কাটুন আর পাকিস্তানের পতাকা ওড়ান। বাংলাদেশে পাকিস্তানের পতাকা উড়বে না void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.