আমাদের কথা খুঁজে নিন

   

এডোবি ফ্লাশ এ দক্ষ একজন লোক দরকার! (রিপোষ্ট)

ধুর একটা কাজের জন্য এডোবি ফ্লাশে দক্ষ একজন লোক দরকার। যারা ফ্লাশে শুধুমাত্র এনিমেশন করতে পারেন তারা দয়া করে নক করবেন না। শুধুমাত্র একশন স্ক্রীপ্টে কাজ জানা লোক দরকার। এটা একটা টিউটোরিয়াল তৈরীর কাজ। কাজটি খুব বেশি কঠিন না, তবে আমি সময়ের অভাবে, এবং অনেক দক্ষ না হবার কারণে কাজটি অন্য কাউকে দিয়ে করাতে চাচ্ছি।

কাজের বিবরণ: ১. প্রথম পেইজে সবগুলি চাপ্টারের লিঙক দেওয়া থাকবে। ২. কোন একটি চাপ্টারে ঢুকলে ঐ চাপ্টারের সকল ইউনিট ও টেষ্টের লিঙক থাকবে। সাথে হোম পেইজে যাবার লিঙক ও থাকবে। ৩. একটি কথা রেকর্ডিং এর সাথে সাথে কিছু লেখা ও ছবি দেখাতে হবে। ইচ্ছা মত পজ, প্লে বা স্টপের সুবিধা থাকতে হবে।

৪. একটি এমসিকিউ টেস্ট থাকবে (যদিও এটা একটা সফটওয়্যার ব্যবহার করে করেছি, কিন্তু তাতে হোম বা ব্যাক বাটন এড করতে পারছি না। তাই আপনি যদি আলাদা SWF ফাইলকে মূল SWF ফাইলের মধ্যে রান করাতে পারেন, তাতে কাজ অনেকাংশে কমে যাবে। ) কাজটির শুধু মাত্র একঅংশ ডেমো হিসাবে করে দিতে হবে, যদি ঐ অংশ ক্লায়েন্টের পছন্দ হয়, তাহলেই পরবর্তি কাজগুলি করতে পারবেন। কাজটি সর্বচ্চো ৫দিনের মধ্যে জমা দিতে হবে (কাজ যতটুকু তাতে ২-৩দিনের বেশি লাগবে না)। আমি আগে কাজের কিছু অংশ করেছিলাম, কিন্তু পরবর্তিতে একটু আউলায় গেছে।

তাই চাইলেই আগের অংশ দিয়েই শুরু করতে পারেন, অথবা নতুন করে কাজ করতে পারেন। আর কাজ শেষ হয়ে গেলে মূল fla দিতে হবে, যাতে প্রাথমিক ভাবে আমরা কিছু চাইলে পরিবর্তন করতে পারি। যদি কেউ থেকে থাকেন, তাহলে দয়া করে মেইল এড্রেসে ইমেইল করেন। শুধুমাত্র ঢাকার ভিতরের ভাই-আপুদের অনুরোধ করছি। অথবা ফেসবুকে https://www.facebook.com/ShafiulAlamChowdhury তে আমার সাথে চ্যাটে কথা বলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।