আমাদের কথা খুঁজে নিন

   

স্কিপার মুশফিকের সাহসি ঘোষণা: 'সম্মানজনক পরাজয়ের দিন শেষ,প্রত্যেকটা ম্যাচ খেলব জেতার জন্য'

ভাল পাঠক হলেও নিজে কিছু লিখতে পারি না,মনের ভাবটা তাই ঠিকমত প্রকাশ করতে পারিনা....... খুব বেশি সময় আগের কথা নয় বাংলাদেশ ক্রিকেট খেলত শুধু খেলার জন্য,অংশগ্রহনই মূলকথা এই আপ্তবাক্য সামনে রেখে। এরপর সময় এল বড়দলের বিপক্ষে সম্মানজনক পরাজয়ের জন্য খেলা,এটা প্রায় গত একদশক ধরেই চলছিল। কিন্তু এখন দিন বদলে গেছে,সাকিব-তামিম-মুশফিকদের প্রজন্ম আর সম্মানজনক পরাজয়ে বিশ্বাস করে না,তারা বুক চিতিয়ে সমানতালে লড়তে চায় পৃথিবীর সব দলের বিপক্ষেই। আর তার আনুষ্ঠানিক ঘোষণাই দিলেন বোধহয় বর্তমানে স্কিপার মুশফিকুর রহিমঃ "I think Bangladesh cricket has crossed that barrier where we aim for a respectable loss against a big team," Mushfiqur said. "That mentality is not therewithin this group of players. We play to win every game against whichever team." অনেকে বলতে পারেন,এগুলো কথার কথা,বাগাড়ম্বর! আমার কিন্তু তা মনে হয় না,পুরোপুরি না হলেও এই আত্নবিশ্বাস অনুবাদ দেখা যাচ্ছে ওদের খেলায়ও কিছুটা। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ থেকে শুরু করে রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজকে টুয়েন্টি আর ওয়ানডেতে হারিয়ে টেস্টেও প্রায় ধরে ফেলেছিল,আর এসবের মাঝে তো ইংল্যান্ড শ্রীলংকাকেও হারিয়েছে ওয়ানডেতে,আর এসবই ঘটেছে মাত্রই গত এক দেড় বছরে। এদের আগের প্রজন্ম কল্পনাও করতে পারতো কি এতকিছু? সত্যিকারভাবেই আমার কাছে মুশফিকের এটিচ্যুড ভাল লাগে,শুধু কথায় না কাজেও আত্ননিবেদিত আমাদের বর্তমান এই স্কিপার। মুশফিককে নিয়ে পাঠকের অনূভুতিঃ CricketMaan on (November 28 2011, 14:25 PM GMT) "Wow, this guy talks sense, where was he? Glad he was groomed for this role and hope he can stay there for long." অভিবাদন আর শুভকামনা রইল মুশফিক আর তার দলের জন্য! Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।