আমাদের কথা খুঁজে নিন

   

মুখ বন্ধ করার জন্য মন্ত্রিত্ব দেয়া বন্ধ করুন, ব্যর্থদের বাদ দিন আগে

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের সরকারী দলের হয়েও তারা সরকারের প্রকাশ্য সমালোচনা করে আসছিলেন কিছু দিন ধরে। মন্ত্রিত্ব দিয়ে তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। পুরোই চতুর বুদ্ধির ব্যাপার। না রহে গা বাশরী, না বাজে গা বাশী। কিন্তু আসলে দরকার ছিল ব্যর্থ মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে ঝেটিয়ে বিদায় করা।

আবুল গং সরকারের সকল সাফল্যকে ম্লান করে দিচ্ছে। কমপক্ষে চার জন ব্যর্থ মন্ত্রীকে বাদ দেয়া দরকার। তারা হলেন, যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্য মন্ত্রী ফারুক খান ও স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। কাজে ব্যর্থতার প্রমাণ বার বার দেয়া সত্ত্বেও কাউকে স্বপদে বহাল রাখা হলে তিনি নিজেকে ব্যর্থ ভাবতে পারেন না। বরং তিনি সোৎসাহে আরও ব্যথতার ঝুলি বাড়িয়েই যেতে থাকেন।

সরকার প্রধান হিসেবে প্রধান মন্ত্রীর কি এই চর্চায় উৎসাহ দেয়া উচিত ? মন্ত্রিসভা সম্প্রসারণ নয়, বরং ব্যর্থ মন্ত্রীদের বিদায় করে মন্ত্রিসভা সংকুচিত করুন। সিরিজ ব্যর্থতার দায়ভাগ থেকে দেশকে বাঁচান। মানুষকে রেহাই দিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।