আমাদের কথা খুঁজে নিন

   

যিনি রাগিয়েছিলেন হিটলারকে

আমি আসাদ ৮০ বছর আগে আদালতে এডলফ হিটলারকে কড়া জেরা করেছিলেন হান্স লিত্তেন নামের এক ইহুদি আইনজীবী। পরের এক সময় জার্মানির দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠেন হিটলার। সেই থেকে সারা জীবন ওই আইনজীবী ছিলেন তাঁর দুই চোখের বিষ। কিন্তু কে এই হান্স লিত্তেন? সম্প্রতি নতুন একটি নাটকে তুলে ধরা হয়েছে সাধারনের কাছে স্বল্পপরিচিত এই মানুষটিকে। ১৯৩১ সালের ঘটনা।

হিটলারের নাৎসি দলের আধাসামরিক গোষ্ঠী স্টারমাবটাইলুং (এসএ) সদস্যরা কমিউনিস্ট পার্টির সদস্যরা যান এমন একটি নৃত্যশালায় হামালা চালিয়ে তিন ব্যক্তিকে হত্যা করে। লিত্তেন এ মামলায় চার এসএ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের চেষ্টা করেন। লিত্তেনের উদ্যোগে এতে নাৎসি নেতা হিটলারকে সাক্ষী হিসাবে আদালতে ডাকা হয়। বার্লিনের আদালতকক্ষে লিত্তেনের জেরার মুখে ক্রোধে লাল হয়ে গিয়েছিল এডলফ হিটলারের চেহারা। এ ধরনের জিজ্ঞাসাবাদের সঙ্গে পরিচিত ছিলেন না তিনি।

আদালতে লিত্তেন যখন হিটলারকে জিজ্ঞাস করেন, কেন তাঁর দল সরকার উৎখাতের জন্য জনগনকে উসকানি দিচ্ছে? এ সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হিটলার। তিনি চিৎকার করে বলেন, 'এমন কোন কিছু নেই যা দিয়ে এটা প্রমান করা যাবে। ' নাৎসি পার্টি হচ্ছে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ, হিটলারের এমন দাবিও নস্যাৎ করে দেন লিত্তেন। হিটলারকে এভাবে জিজ্ঞাসাবাদের ফল ভোগ করতে হয়েছিল আইনজীবী লিত্তেনকে। পরবর্তীতে নাৎসি পার্টির নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন তিনি।

দলটি ক্ষমতায় আসার পর প্রথম যেসব রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার করেন লিত্তেন ছিলেন তাদের মধ্যে অন্যতম। হিটলার লিত্তেনের প্রতি এতটাই ক্ষুদ্ধ ছিলেন যে অনেক দিন পরও তাঁর নাম শুনতে পারতেন না। সুত্রঃ বিবিসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.