আমাদের কথা খুঁজে নিন

   

৭১ অনেক পাকিস্তানীদেরও প্রেরণা!! অথচ আমরা ৭১-কে অবজ্ঞা করছি দিনরাত।

আজকে একটি দারুন মজার ইতিহাস জানলাম। কেন এই ইতিহাস আমাদের অগোচরে রইলো তা ভেবে অবাক হলাম। বাংলাদেশের স্বাধীনতায় উদ্দীপ্ত হয়ে ১৯৭২ সালে জি. এম. সাঈদ নামে সিন্ধুর এক রাজনীতিবিদ ঠিক করলেন তিনি সিন্ধুদেশ নামে আলাদা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য আন্দোলন শুরু করবেন। পাকিস্তানে তখন পাঞ্জাবি আর মোহাজের'দের আধিপত্যের কারণে সিন্ধুবাসীদের এমনিতেই অসন্তোষ বইছিলো। সাঈদ অবশ্য বলেছেন, ৫২-এর ভাষা আন্দোলন থেকে তিনি প্রেরণা পেয়েছেন ' সিন্ধুদেশ; নামক স্বাধীন রাষ্ট্রের রূপরেখা তৈরিতে।

একটু খেয়াল করে দেখেন উনি দেশটির নামের পরে ইস্তান-এর বদলে দেশ ব্যবহার করেছেন। আরও খবর, ২০০০ সালে Balochistan Liberation Army ও ২০০৬ সালে Baloch Republican Army গঠিত হয়। দুটো মিলিশিয়া লক্ষ্য একটি- পাকিস্তানের পরাধীনতার হাত থেকে মুক্ত হয়ে একটি বালুচ জাতিগোষ্ঠীর জন্য একটি স্বাধীন প্রতিষ্ঠা!! বালুচদের বড় প্রেরণা ৭১। সুতরাং ভাবুক ৭১ অনেক পাকিস্তানীদেরও প্রেরণা অথচ নিজেদের জাতিগোষ্ঠীর বড় একটি অংশ ৭১-কে অবজ্ঞা করছি দিনরাত। মাত্র নয় মাসে পাওয়া স্বাধীনতা তো, সস্তা মনে হবেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।