আমাদের কথা খুঁজে নিন

   

গুডলাক হূমায়ূন আহমেদ! জীবন কত বিচিত্র!!!

সত্যি কথা আপনার জীবনে শাওন নামক মেয়েটা আসার পর থেকেই আপনার লেখা পড়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আপনার অসুস্থতার পর যা লিখছেন তা পড়ছি, বেশ মনযোগ দিয়েই পড়ছি!!! জানি আপনার এই সময়ে আপনাকে হার্ট করে এমন মন্তব্য করা অমানবিক, তবুও এমন একটা মানবিক আবেগ সম্পন্ন লেখা পড়ে এই লেখাটা না লিখে থাকতে থাকতে পারলাম না!!! আসলে হুমায়ুন আহমেদ , আপনি ছিলেন বাংলাদেশের লাখো যুবকের রোল মডেল, যেহেতু আমাদের দেশে রোল মডেল বেশ দুস্প্রাপ্য একটা জিনিস, তাই খড়কুটো পেলেই সেটাকেই আমরা আকড়ে ধরি, আপনিও তার ব্যাতিক্রম নন। আপনি একটা ,দুইটা বা তিনটা বিয়ে করতেই পারেন, একজন মানুষ হিসেবে আপনার ব্যাক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা অনেকটা অন্যায়ই হয়ে যায়, আপনার পছন্দ / অপছন্দ সেটা কেন পাঠকের পছন্দ/অপছন্দের উপর নির্ভর করবে? কিন্তু স্যার, ঐ যে বললাম, আপনাকে আমরা অনেক বেশী ফেরেশতা বা স্বপ্ন নায়ক হিসেবে দেখতে শুরু করলাম, আর সেই নায়কই যখন আমাদের সমাজে গ্রহনযোগ্য নয় এমন একটা কাজ করে ফেললো, তখন আপনি হয়তো সুখ পেলেন কিন্তু আমরা হতাশ হলাম, ক্রুদ্ধ হলাম! তারচেয়েও বেশী হলাম অভিমানী , সুতরাং আপনাকে সরাসরি কিছু বলার যেহেতু সুযোগ আমাদের নাই, সেই সূত্রে আপনার লেখা পড়া প্রায় বন্ধ করে দিলাম। তাতে অবশ্য আপনার তেমন একটা ক্ষতিবৃদ্ধি হয়নি, প্রত্যেক বইমেলায়ই আপনার উপন্যাসের ৩/৪ এডিশান বের হওয়া বন্ধ হয়নি, কিন্তু যেটা হলো সেটাও কিন্তু কম নয়, আমাদের মতো কিছু লোক আপনাকে আর নায়ক মনে করেনা , মনে করে খল নায়ক!!! ভালো লাগে এখনো আপনি লিখছেন এবং সামান্য বিষয়কে কিভাবে অসামান্য ভাবে লেখা যায় সেটা অনুভব করছি। আপনার পুরো লেখাটা পড়ে একটা বিষয়কে এড়িয়ে গেছেন বলে হলো, কি সেটা ? হ্যা , সে ডব্লিউ টা হলো আপনার স্ত্রী গুলতেকিন!!! যাকে এই সময়ে আপনি সবচেয়ে বেশী অনুভব করছেন!!! গুডলাক হূমায়ুন আহমেদ। এই লেখাটা পড়েই আমার এই লেখা....View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।