আমাদের কথা খুঁজে নিন

   

গুডলাক বাংলাদেশ : আরেকটি ভালো দিনের আশায়



আপডেট: বাংলাদেশ ৩৫৪/৭, লিড-১৩১ বাংলাদেশ আজ পঞ্চম দিনের জন্য নেমেছে। হাতে আছে ৫ উইকেট। আজ লাঞ্চের পর অন্তত ঘন্টাখানেক টিকতে পারলে আমরা ড্র করতে পারবো। আসলে টেস্টে ড্র করা শেখার পর ম্যাচ জেতার প্রশ্ন আসে। তামিমের অসাধারন সেঞ্চুরী, কায়েস ও জুনাইদের হাফসেঞ্চুরী, উদ্বোধনী জুটিতে রেকর্ড ১৮৫ রান, তৃতীয় উইকেট জুটিতে শতরান, আশরাফুলের চিরাচরিত আশরাফুলীয় আউট এসব তৃতীয় দিনের বাংলাদেশের একটি অসাধারন দিনের স্মারক।

ফলো অন করিয়ে ইংল্যান্ড যা করতে চেয়েছিলো টাইগাররা সেগুড়ে বালি দিয়ে ফেলেছে। দ্বিতীয় আর চতুর্থ দিন সন্দেহাতীতভাবেই বাংলাদেশের। আজ পঞ্চম দিনের অর্ধেকটা পেলেই আমরা একটা স্মরণীয় ড্র করতে পারবো। এর মধ্যে ৫উইকেট নিয়ে শাহাদাত আর সেঞ্চুরী করে তামিম লর্ডসের অনার বোর্ডে বাংলাদেশের বিজয় পতাকা উড়িয়ে দিয়েছে। অভিনন্দন শাহাদাত, অভিনন্দন তামিম।

আজ আমাদের বাঘরা একটু জাগুক। গুড লাক বয়েজ ! Click This Link http://www.hitcric.info/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।