আমাদের কথা খুঁজে নিন

   

ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ থেকে শিশু বলির নিদর্শন আবিষ্কার

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রাচীন ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ থেকে শিশু বলির নিদর্শন আবিষ্কার করেছেন একদল প্রত্নতত্ত্ববিদ। ইনকা সভ্যতার অন্যতম কেন্দ্র সিলুসতানি এলাকায় অনুসন্ধান চালিয়ে দেবতার উদ্দেশ্যে উত্সর্গ করা ৪৪টি শিশুর দেহাবশেষ আবিষ্কার করেছেন তারা। ধারণা করা হচ্ছে, এই শিশুদের এখন থেকে ৬-৭শ’ বছর আগে দেবতার উদ্দেশে উত্সর্গ করার জন্য হত্যা করে এখানে সংরক্ষণ করা হয়। মরদেহ সংরক্ষণের জন্য নির্মিত একটি স্তম্ভের মধ্যে পাথরের খাঁজে রাখা বাক্সে দেহগুলো জোড়ায় জোড়ায় রাখা ছিল। উদ্ধার করা দেহাবশেষগুলোর মধ্যে নবজাতক থেকে তিন বছর বয়সী শিশু রয়েছে বলে জানান গবেষকরা।

গবেষকরা বলেন, দেহাবশেষগুলো কল্লা সভ্যতার নিদর্শন। এই সভ্যতার শাসকরা আনুমানিক ১২০০ থেকে ১৪৫০ সাল পর্যন্ত পেরুর দক্ষিণের পুনো অঞ্চলের কিছু এলাকা শাসন করত। দেহাবশেষগুলোর চারপাশ উত্সর্গীকৃত বিভিন্ন সামগ্রী যেমন পশু, খাদ্যসামগ্রী এবং থালাবাসন দিয়ে সাজানো ছিল বলে জানিয়েছেন পুরাতাত্ত্বিক দলের সদস্য এদোয়ার্দো আরিসাকা। এছাড়া দেহাবশেষগুলোর পাশ থেকে যুদ্ধের বিভিন্ন চিত্র আঁকা চীনা মাটির ফলক পাওয়া গেছে। এ থেকে গবেষকরা ধারণা করছেন, এই শিশুদের কল্লা সভ্যতার সঙ্গে অন্য প্রতিদ্বন্দ্বীদের যুদ্ধ চলাকালীন দেবতাদের উদ্দেশ্যে উত্সর্গ করা হতো।

শিশুদের এই দেহাবশেষগুলো চুলপা লাগেরতো নামের ১০ মিটার উচ্চতার একটি বৃত্তাকার স্তম্ভের পাশ থেকে উদ্ধার করা হয়। রাজধানী লিমা থেকে ১৩শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিলুস্তানির ওই স্তম্ভের কাছে আরও ২০০ জনের দেহাবশেষ পাওয়া গেছে। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.