আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্দিমান দুই কিশোর ।

হে আল্লাহ্‌ ! যে জ্ঞানের মধ্যে কোন সুফল নেই, সেরূপ জ্ঞান হতে আমি তোমার আশ্রয় চাই। ট্রেন থামিয়ে যাত্রীদের প্রাণ বাঁচালো দুই কিশোর Sat, Nov 26th, 2011 4:28 pm BdST Dial 2000 from your GP mobile for latest news কুমিল্লা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় দুই কিশোরের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা এড়িয়েছে যাত্রীবাহী একটি ট্রেন। শনিবার সকালে সদর দক্ষিণ উপজেলার শিকারপুরে রেললাইনের পাত সরে যাওয়া দেখে রাকিব ও সুমন নামে ওই দুই কিশোর সোয়েটার ও ওড়না উড়িয়ে ট্রেনটি থামায়। লাইন মেরামতের কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ ছিলো। শিকারপুর গ্রামের ছেলে রাকিব সাংবাদিকদের বলে, “রেলপথের একটি অংশে অন্তত এক ফুট ভাঙা দেখে আমি দৌড়ে গিয়ে বাড়ি থেকে একটি খয়েরি সোয়েটার নিয়ে আসি, সুমন নিয়ে আসে একটি ওরনা।

ওই সময় লাকসাম থেকে একটি ট্রেন আসছিলো। ” লাকসাম থেকে ভৈরবগামী ওই লোকাল ট্রেনের চালক জয়নাল আবেদীন বলেন, দুই কিশোরের সোয়েটার ও ওড়না ওড়ানো দেখে তিনি সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। পরে নেমে দেখেন সামনে লাইনের দুই পাতের জোড়া লাগানোর স্থানে এক ফুট ফাঁক। রেলচালক জয়নাল দুই কিশোরের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। খবর পাওয়ার পর রেলওয়ের প্রকৌশলীরা এসে লাইন মেরামত করেন।

সকাল সাড়ে ৮টা থেকে শিকারপুরে আটকে থাকা ট্রেনটি সকাল সাড়ে ১০টায় গন্তব্যে ছেড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৩ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.