আমাদের কথা খুঁজে নিন

   

আজই হতে পারে তিলোত্তমা ঢাকার ৪০০ বছরের ঐক্যবদ্ধ বর্ণিল ও গৌরবময় ইতিহাসের শেষ দিন

আজই হতে পারে তিলোত্তমা ঢাকার ৪০০ বছরের ঐক্যবদ্ধ বর্ণিল ও গৌরবময় ইতিহাসের শেষ দিন। আগামীকাল বা পরশু সংসদে ঢাকার বিভক্তিকরণ বিল পাশ হলেই ভেঙে যাবে ঢাকা মহানগরী, গঠিত হবে উত্তর ও দক্ষিণ ঢাকা নামের দুটি পৃথক নগর প্রশাসন, ঢাকা ছিটকে পড়বে বিশ্বের মেগাসিটিগুলোর তালিকা থেকে...। প্রজাতন্ত্রের রাজধানী কোনটি তা নিয়ে শুরু হবে আইনগত বিভ্রান্তি...। রাজনীতি আর ক্ষমতা কুক্ষিগত রাখার জন্যই কোরবানী হচ্ছে তিলোত্তমা ঢাকা মহানগরী...। এটা যে কত বড় ঐতিহাসিক, অর্থনৈতিক, শাসনতান্ত্রিক, প্রশাসনিক ভ্রান্তি তা বুঝতে সরকারের এই অক্ষমতা অত্যন্ত দৃষ্টিকটু। বিভিন্ন সময় ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও সংগঠনগুলো নানা ইস্যুতে ঢাকার ঐতিহ্য রক্ষার নামে এমনকি দেশের সরকারের গদিকেও টলিয়ে দিয়েছে। আজ তারা সম্পূর্ণ নিশ্চুপ থেকে নিজেদের হঠকারী ও সুবিধাবাদী মানসিকতার পরিচয় দিচ্ছে। আজীবন মৌলবাদীদের গাল দিলেও তারা আজ হঠকারিতায় মৌলবাদীদের পিছিয়ে দিচ্ছে...। :-(((  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।