আমাদের কথা খুঁজে নিন

   

এক অসীম সাহসী তরুনের পাহাড়সম আত্মসম্মান (এই পোস্ট এর জন্য সঠিক শিরোনাম দেয়ার যোগ্যতা আমার নেই)

অসীম সাহসী কিছু বীর দের প্রতি নিবিড় শ্রদ্ধা ও ভালোবাসা (বিশেষ করে টিপু ভাইদের মত ) এই মুহুর্তে চোখে পানি, তাই নিয়ে লেখছি, আজ আমি লিখবো এক অসীম সাহসি তরুনের কথা (ইসমাইল টিপু,) যে জানতো তার সময় শেষ হয়ে আসছে, আর মাত্র কয়েক দিন বাকি, কিন্তু তারপরো ভয় পায়নি, চায়নি কারো করুনার পাত্র হতে, নিতে চায়নি কারো দান, শুধু নির্ভিক মনে লড়ে গেছে ব্লাড ক্যান্সার লিউকোমিয়ার বিরুদ্ধে , মারা যাওয়ার ৩-৪ দিন আগে মৃত্যু কে নিয়ে খেলা করেছে, হাসিচ্ছলে বন্ধু, ব্লগার দের সাথে মজা করেছে, কখনো নিজের ভিতরের ভয়ঙ্কর অসুখ এর কথা কাউকে বলে নি, শুধু মাঝে মাঝে হতাশ সুরে দীর্ঘশ্বাস ফেলে বলতো “আর তো বেশি সময় নেই” কেউ এই কথাটার মানে জিজ্ঞেস করলে এড়িয়ে যেত , সেই ছেলেটি গতকাল ৫টায় মারা যায়, আমাদের কাউকে কিছু না জানিয়ে , কাউকে কিছু বুঝতে না দিয়ে , না ফেরার দেশে এর আগে আমি তাকে চিনতাম নাহ, তার নাম জানতাম নাহ, কিন্তু তার নির্ভীক আচরন ,মর্যাদাবোধ তাকে আমাদের মধ্যে আলাদা করে দিয়েছে, দিয়েছে অনন্য আসন পাখি উড়ে গেলে তার পালক ফেলে যায়, তুমিও গেছো, আমাদের অনন্য মায়ার বাধনে জড়িয়ে , যেখানেই থাকো তুমি, ভালো থাকো, সুখে থাকো আল্লাহ তোমাকে বেহেস্ত নসিব করুন মাত্র ২২ বছর বয়সে তুমি যা করে দেখিয়েছো তা আমি কখোনোই পারবো নাহ (,মারা যাওয়ার সময় তার বয়স ছিলো ২২) তার ব্লগ এ যাওয়ার লিংক লিংক তার ব্লাড-ক্যান্সার নিয়ে লেখা একটি জন সচেতনতা মুলক পোস্ট লিংক এখানেও সে তার নিজের কথা কিছু উল্লেখ করে নি , কোন সহানুভুতি বা করুনা চায়নি । অথচ ব্লগের শেষে সে লিখেছিলো ""এত বড় পোস্ট কেন করলাম? কেউত পরবে না? এই পোস্ট অন্য কারো জন্য নয়, নিজের জন্য। আমার খুব কাছের একজন এই মরণব্যাধিতে আক্রান্ত, আমি জানি খুব বেশি দিন নেই তার, তারপরেও তাকে এই মিথ্যাটুকুই সারাদিন বলি 'কিচ্ছু হবে না'"" যা তার নিজের কথা ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।