আমাদের কথা খুঁজে নিন

   

মনটা ভাল নেই

এই ব্লগটি খুলেছিলাম অনেক দিন আগে। নিজের ব্যাক্তিগত বিষয়ে লিখব বলে। কিন্তু আর লেখা হয়নি। আগেই একটু বলি আমার আর একটা ব্যাক্তিগত ব্লগে লিখি। নানা পরিচিত অণেক মনুষ আমার সেই ব্লগটা পড়ে তাই কেন যেন মনে হচ্ছে মনের সব কথা আমার সেই ব্যাক্তিগত ব্লগে আমি ঠিক করে প্রকাশ করতে পারছি না।

ব্যাক্তিগত সবার সমনে নিজেকে পুরোপুরো খুলে দিতে ইচ্ছা করে। তাই হয়ত এটি খোলা। আমি সবচেয়ে খুশি হতাম যদি আমার ব্যাক্তিগত ব্লগে সবকিছু লিখতে পারতাম। জানি। আমি যখন মারা যাব হয়ত এই ব্লগটি কেউ কোনদিন পড়বে না।

তবু্ও লিখা। শুধু মাএ মনে আত্নার তৃপ্তির জন্য। মানুষ হিসেবে আমি খুব খারাপ মানুষ বলে মনে হয় নিজেকে। খুবই এমন অনেক খারাপ কাজও করেছি। আচ্ছা আমার কি খুব বেশি চাওয়া ছিল।

তবুও কেন যেন আর ভাল লাগে না কিছুই । দূরে কোথায় সব ছেড়ে ছুড়ে চলে যেতে ইচছা করে। এই হল আমার মনে অবস্থা। নিজের সব স্বপ্পগুলো যেন বিষন্ন মনে হচ্ছে। ছন্ন গুলো এলোমেলো মনে হচ্ছে।

জীবনের সকলচাহিদাগুলো আর পেতে ইচ্ছা করছে না। স্বপ্নগুলো স্বপ্ন থেকে যাবে। জীবনের সব চাওয়াগুলো জন্য দু:খ নেই একবিন্দুও শুধু একটা ব্যাপার নিয়ে দু:খ নিজের আবেগগুলোকে যেগুলো অনেককাল আগে কোন এক গভীর রাতে নষ্ট হয়ে গিয়েছিল। হয়ত সেটা ছিল চন্দ্রমাখা কোন রাত। আরে হ্যা তো ছিল তো সেইরকম একটা রাত।

যেখানে চাদের আলোয় পরিপূন ছিল সব। কিন্তু শুধু মাএ আমি ছিলাম অন্ধাকরে। আমি হয়ত এমনই মানুষ। নিজেকে আড়ালে রাখতে পছন্দ করি। পর্দার আড়ালের মানুষ হয়ে থাকতে চাই।

নিজেকে ফোকস করতে ভাল লাগে না। নিজের মধ্যে তীব্র একাক্ত এবং এককী ভাব কাজ করে। এই নাই হয়ত জীবন। অজানা কারনে মন খারাপ সবারই হয়। আমার মনে হয় ইদানিং বেশিই হচ্ছে।

তাই নয় কি?? আচ্ছা এটা কেন হয়। নিজেকে কত ভাল করার চেষ্টা করি কিন্তু পারি না। নিজের মাঝেই হারিয়ে যাই আমি। মনটা খারাপ হয়েই চলল..............: পূর্ব প্রকাশ এখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।